টাঙ্গাইলের ঘাটাইলে পুত্রের লাঠির আঘাতে পিতা আরশেদ আলী শেখ (৭০) নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে হামকুড়া গ্রামের নিহত আরশেদ শেখের ছেলে আসলাম শেখের (২৫) প্রতিনিয়ত ঝগড়াঝাটি লেগেই থাকত। এর জের ধরেই গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার সময় পিতা-পুত্রের কথা কাটাকাটি হয়। ঝগড়াঝাটির একপর্যায়ে আসলাম শেখ বাঁশের লাঠি দিয়ে পিতা আরশেদ শেখের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে গিয়ে গুরুত্বর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পরপরই আসলাম বাড়ি থেকে পালিয়ে যান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন