যশোরের চৌগাছায় ভারতীয় সীমান্তবর্তী ইন্দ্রপুর গ্রামের মাঠ থেকে নারী শিশুসহ ১০ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার দিবাগত রাতে বিজিবির হিজলি বিওপির সদস্যরা তাদের আটক করেন। আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।
হিজলি বিওপির কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিরা ভারতীয় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে দেশের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টাকালে টহল দলের সদস্যরা তাদের আটক করেন। বেআইনিভাবে প্রবেশের অভিযোগে মামলা দিয়ে তাদের চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের দাবি, তারা ভারতে বিভিন্ন পেশায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। দেশে বেড়াতে আসার সময় বিজিবি তাদের আটক করে। আটককৃতদের মধ্যে তিনজন মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন