সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ফেরা দুই যাত্রীর লাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট এবং ছয়টি আইফোন ১৭ প্রো জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গত শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটে আগত যাত্রীদের লাগেজ তল্লাশির সময় এসব পণ্য উদ্ধার করা হয়। সহকারী কাস্টমস কর্মকর্তা মো. মুমিনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে সিলেটের বিশ^নাথ উপজেলার যাত্রী মো. আবু তৌহিদকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে বিদেশি ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট ও তিনটি আইফোন ১৭ প্রো পাওয়া যায়। এ সময় আরও এক যাত্রী তল্লাশির মুখে লাগেজ ফেলে পালিয়ে যায়। পরে সেই লাগেজে তল্লাশি চালিয়ে আবু তৌহিদের সমপরিমাণ সিগারেট ও আরও তিনটি আইফোন উদ্ধার করা হয়। দুই যাত্রীর কাছ থেকে মোট এক লাখ ১১ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
কাস্টমস জানায়, জব্দকৃত সিগারেট ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা। সংশ্লিষ্ট মালামাল রাষ্ট্রীয় কোষাগারে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শেষে যাত্রীরা বিমানবন্দর ত্যাগ করেন।

