জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে শাখা ছাত্রশিবির। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় নতুন কলা ভবন ও বিজ্ঞান ভবন প্রাঙ্গণে সকাল ৯টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল, বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ।
নবীনবরণে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ইসলামী ছাত্রশিবির শুরু থেকেই শিক্ষার্থীবান্ধব। আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। তোমাদের অনুষ্ঠান এই ধারাবাহিকতারই একটা অংশ।

