সিরাজগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৪৩ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর থানার আয়োজিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ জেলার বেলকুচি থানার সমশের আলীর ছেলে মাদকদ্রব্যের মালিক রেজাউল করিম (৪০), কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার নুর হোসেনের ছেলে পিকআপচালক মাসুদ রানা (২৭) এবং মৃত নইম উদ্দিনের ছেলে হেলপার মামুন মিয়া (২৬)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার কড্ডার মোড়ে অভিযান চালিয়ে একটি পিকআপ আটক করা হয়। পিকআপ (রেজি. নং ঢাকা মেট্রো-ন-১২-৬৩৩৪) তল্লাশি করে ৮টি পোঁটলায় মোড়ানো ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজার মালিকসহ পিকআপের চালক ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মূল্য ২২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

