ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে রাজধানীর ঢাকা সিটি কলেজ ক্যম্পাসে।
গতকাল সোমবার সকালে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল সমাবেশ করে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। একই ইস্যুতে কয়েক দিন ধরেই কলেজটিতে অস্থিরতা চলছে। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকছে প্রায়ই।
কলেজের ভেতরে শিক্ষার্থীদের মারধর ও নির্যাতন করানোর অভিযোগ তুলে গতকাল ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা।
ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সন্ত্রাসী উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের ভাইদের যারা রক্ত ঝরালো তাদের বিচার না হওয়া পর্যন্ত সব পরীক্ষা ও ক্লাস বন্ধ থাকবে। অধ্যক্ষকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগ না হওয়া পর্যন্ত কোনো ক্লাস পরীক্ষা হবে না। কারণ শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের এক দিন পর ওই সময়ের অধ্যক্ষ অধ্যাপক বেদার উদ্দিনকে পদত্যাগ করানো হয়। পরদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে চেয়ারে বসেন অধ্যাপক কাজী নিয়ামুল হক। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে, মামলা চলাকালেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি দেন অধ্যক্ষ নিয়োগের। নিয়োগ বিজ্ঞপ্তির পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হক পদত্যাগ করেন। কলেজের আরেক শিক্ষক অধ্যাপক এফ এম মোবারক হোসেনকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেন বলে জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা জানান, গত মে মাসে গভর্নিং বডি অবৈধ প্রক্রিয়ায় কাজী নিয়ামুল হককে অধ্যক্ষ হিসেবে মনোনীত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রস্তাব পাঠালে জাতীয় বিশ্ববিদ্যালয় তা অনুমোদন দেয়নি।
আপনার মতামত লিখুন :