উইম্বলডনে প্রথমবারের মতো শিরোপা জিতলেন ইয়ানিক সিনার। কার্লোস আলকারাসকে হারিয়ে উইম্বলডনের নতুন রাজা বনে যান এই টেনিস তারকা। এই দুজনের সবশেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়ের প্রতিটিতেই পরাজয় ছিল সিনারের। উইম্বলডনের ফাইনালেও তার শুরুটা ভালো ছিল না। প্রথম সেট জিতে দুর্দান্ত সূচনা করেন আলকারাস। এরপর প্রত্যাবর্তনের অসাধারণ এক গল্প রচনা করলেন সিনার। পরের তিন সেট জিতে উইম্বলডনে প্রথম শিরোপার স্বাদ পেলেন ইতালিয়ান এই তারকা। এটিপি র্যাঙ্কিংয়ের সেরা দুই খেলোয়াড়ের লড়াই শুরুর আগে যতটা রোমাঞ্চের সম্ভাবনা ছিল, বাস্তবে ততটা হলো না। এখানে হ্যাটট্রিক শিরোপার হাতছানিতে দারুণ শুরুর পরও, প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে পারেননি আলকারাস। সেন্টার কোর্টে গত রোববার পুরুষ এককের ফাইনালে তিন ঘণ্টার একটু বেশি সময়ের লড়াইয়ে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতে ট্রফি উঁচিয়ে ধরলেন র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা সিনার। ম্যাচের দশম গেমে প্রতিপক্ষের সার্ভিসে পয়েন্ট নিয়ে প্রথম সেট নিজের করে নেন ২০২৩ ও ২০২৪ আসরের চ্যাম্পিয়ন আলকালাস। দ্বিতীয় সেটের প্রথম গেমেই তার সার্ভিসে পয়েন্ট নিয়ে পালটা জবাব দেন সিনার। ওখান থেকেই লাগাম মুঠোয় নেন সিনার, যা আর হাতছাড়া করেননি ২৩ বছর বয়সি তারকা। আগের ১২ বারের মুখোমুখি লড়াইয়ে সবশেষ পাঁচটিসহ মোট আটবার জিতেছিলেন আলকারাস, কিন্তু এখানে তিনি তেমন লড়াই জমাতেই পারলেন না। এ নিয়ে টানা চারটি গ্র্যান্ড সøামের ফাইনালে উঠে তিনটিতেই চ্যাম্পিয়ন হলেন সিনার। এর মধ্যে তার একমাত্র পরাজয়টি আলকারাসের বিপক্ষেই; ফরাসি ওপেনে গত আসরের ফাইনালে পাঁচ ঘণ্টার বেশি সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতেছিলেন পাঁচটি গ্র্যান্ড সøাম জয়ী স্প্যানিশ তারকা। ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম গ্র্যান্ড সøামের স্বাদ পেয়েছিলেন সিনার। পরের বছর মাঝামাঝি সময়ের মধ্যে সংখ্যাটা হয়ে গেল চার, এর তিনটিই আবার সবশেষ চার গ্র্যান্ড সøামে। তাই তো ট্রফি হাতে উচ্ছ্বসিত সিনার বললেন, যেমন চেয়েছেন সবকিছু যেন তেমনই হচ্ছে। প্রতিপক্ষেরও ভূয়সী প্রশংসা করলেন তিনি। সিনার বলেন, ‘চমৎকার একটি টুর্নামেন্ট, তুমি যে মানের খেলোয়াড় তোমার বিপক্ষে খেলা খুব কঠিন।’ তিনি আরও বলেন, ‘এগিয়ে যাও, লড়াই জারি রাখো, এই ট্রফি তুমি অনেকবার জিততে পারবে, এরই মধ্যে তুমি দুটি জিতেছো।’
আপনার মতামত লিখুন :