ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

অলিম্পিক ক্রিকেটে নেই বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ১২:২৯ পিএম

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট ইভেন্ট। আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওসি) জানায়, আগামী অলিম্পিকে ছয়টি ক্রিকেট দল অংশ নেবে। তবে ছয়টি দল কীভাবে নির্ধারণ করা হবে, তা নিয়ে আলোচনার জন্ম দেয়। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর মতে, আইসিসি ও আইওসি এর সমাধান বের করে ফেলেছে। আইওসির চাওয়া ছিল সব মহাদেশের একটি করে দলের প্রতিনিধিত্ব থাকবে ছেলেদের ক্রিকেটে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির সভায় মেনে নেওয়া হয়েছে আইওসির সিদ্ধান্ত। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অলিম্পিকে খেলার জন্য আঞ্চলিক যোগ্যতা অর্জনের পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ এশিয়া, ইউরোপ, ওশেনিয়া ও আফ্রিকার সেরা দল খেলবে অলিম্পিকে। আর আয়োজক দেশ হিসেবে খেলবে যুক্তরাষ্ট্র। এই নিয়মে এশিয়া থেকে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারত সুযোগ পাবে অলিম্পিকে। সর্বশেষ বিশ^কাপের চ্যাম্পিয়নও তারা। এ ছাড়া খেলবে দক্ষিণ আফ্রিকা (আফ্রিকা) ও অস্ট্রেলিয়া (ওশিয়ানিয়া)। ইউরোপ থেকে থাকবে ইংল্যান্ড। আরেকটি দল কীভাবে নির্ধারিত হবে, তা চূড়ান্ত হয়নি। ভারত এশিয়ার সেরা দল হওয়ায় সুযোগ নেই বাংলাদেশের। একই কারণে খেলা হবে না পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের। গার্ডিয়ান জানায়, প্রতি মহাদেশ থেকে একটি করে দল নেওয়ার নিয়মের কারণে অসন্তুষ্টি প্রকাশ করেছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। এ জন্য মেয়েদের ছয় দল ২০২৬ বিশ^কাপের ফলের ভিত্তিতে নির্ধারিত হবে বলে জানায় গার্ডিয়ান।