রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুমকির জবাবে রাশিয়ার আশপাশের অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১ আগস্ট) তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে কোন এলাকায় এই সাবমেরিন মোতায়েন করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি ট্রাম্প।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে মেদভেদেভের বক্তব্যকে ‘উসকানিমূলক ও বোকামি’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘যদি এসব বক্তব্য নিছক কথাবার্তার বাইরে কিছু হয়ে থাকে, তবে আমি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে মেদভেদেভ ক্রেমলিনের অন্যতম কড়া ভাষার পশ্চিমা-বিরোধী কণ্ঠস্বর হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।
ট্রাম্প বলেন, ‘এই কথাগুলো গুরুতর এবং তা অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে যেতে পারে। যদিও আমি আশা করি, এমন কিছু ঘটবে না।’
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন— ইউক্রেন ইস্যুতে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার হাতে ১০-১২ দিন সময় আছে। পাশাপাশি নিষেধাজ্ঞার হুমকিও দেন তিনি।
এই মন্তব্যের পর থেকেই রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ একাধিকবার ট্রাম্পকে কটাক্ষ করেন। তিনি জানান, যুদ্ধবিরতির ব্যাপারে মস্কো নিজের শর্তেই সিদ্ধান্ত নেবে এবং ট্রাম্প নির্ধারিত সময়সীমা মানার প্রশ্নই আসে না।
পরবর্তীতে ট্রাম্প যখন মেদভেদেভকে ‘কথার লাগাম টানার’ পরামর্শ দেন, তখন পাল্টা প্রতিক্রিয়ায় মেদভেদেভ তাকে ‘আল্টিমেটামের খেলা খেলছেন’ বলে আক্রমণ করেন। সেই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন— সোভিয়েত আমল থেকেই রাশিয়ার হাতে পারমাণবিক আঘাত হানার সক্ষমতা রয়েছে।
এই পাল্টাপাল্টি হুমকি ও সামরিক মোতায়েন নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।