ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

ঝড়-বৃষ্টি ও শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৯:৫৭ এএম
শীতের সকাল। ছবি- রূপালী বাংলাদেশ

আগামী ১০ নভেম্বরের পর থেকেই দেশের উত্তরাঞ্চলে শীতের শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর ধীরে ধীরে মাসের শেষের দিকে সারা দেশেই শীতের আমেজ ছড়িয়ে পড়বে। তবে ডিসেম্বরের আগে কোনো বড় শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী অঞ্চলে শীত শুরু হবে। এরপর ধীরে ধীরে দেশের অন্যান্য অঞ্চলেও শীতের প্রভাব পড়বে।

দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা শীতের অনুভূতি আরও বৃদ্ধি করবে।

সার্বিকভাবে, চলতি নভেম্বরে দেশের আবহাওয়া শীতার্ত পাঠক ও কৃষকদের জন্য সতর্কতার বার্তা দিচ্ছে।