ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

আজ অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৯:৪৬ এএম
প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংবাদ সম্মেলনটি শুধু বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে। স্বীকৃত সাংবাদিকদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সরকার দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেসব ব্রিফিং দেওয়া হয়েছে, সেগুলো সাধারণত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি বা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনায়’ অনুষ্ঠিত হয়েছে।

তবে এবারই প্রথমবারের মতো সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে, যা রাজনৈতিক মহল ও গণমাধ্যমকর্মীদের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে।