ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা মাহফুজ

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৩:০৮ এএম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি- সংগৃহীত

আগামী ৫ আগস্টের মধ্যেই প্রকাশিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’—এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

শুক্রবার (২ আগস্ট) রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।’

একই সময় শুক্রবার রাত ১২টার দিকেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সংক্ষেপে লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র আসছে...’।

ঘোষণার বিষয়বস্তু বা নির্দিষ্ট দিন-তারিখ এখনো জানানো না হলেও সংশ্লিষ্ট মহল ধারণা করছে—আগামী ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ পাবে।