ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

জুলিয়ান উডের বিশেষ ক্লাসে লিটনরা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৬:২৫ এএম

এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে গতকাল থেকে মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের স্কিল ক্যাম্প। এর আগে ৬ আগস্ট থেকে টানা ফিটনেস ক্যাম্পে কঠোর পরিশ্রম করেন ক্রিকেটাররা। টাইগারদের স্কিল ক্যাম্পের প্রথম দিনেই জুলিয়ান উডের বিশেষ  ক্লাসে যোগ দেন লিটন কুমার দাসরা। পাওয়ার হিটিং কোচ হিসেবে ইংল্যান্ড থেকে উডকে উড়িয়ে আনা হয়েছে। কীভাবে পাওয়ার হিটিংয়ের দক্ষতা বাড়ানো যায় ব্যাটারদের, সে জন্য বিখ্যাত কোচ উডকে নিয়ে এসেছে বিসিবি। স্কিল ক্যাম্পের প্রথম দিন লিটনদের ক্লাস নিয়েছেন এই কোচ। এ সময় জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও বোলিং কোচ শন ট্রেইটও উপস্থিত ছিলেন। আজ দলের সঙ্গে যোগ দিতে পারেন প্রধান কোচ ফিল সিমন্স।

ইংলিশ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড তিন সপ্তাহ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। আধুনিক মারকাটারি টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে সময়ের দাবি মেটাতেই এই কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো দলগুলো অনেক এগিয়ে যাচ্ছে। সে তুলনায় পাওয়ার হিটিংয়ের দক্ষতায় বাংলাদেশ পিছিয়ে পড়ছে। তাই ব্যাটারদের আরও পারদর্শী করতে কাজ করছেন উড।

আগে শ্রীলঙ্কা ক্রিকেট দলের সঙ্গেও কাজ করেছেন এই ইংলিশ কোচ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলোয়াড়দের মধ্যে পাওয়ার হিটিংয়ে পরিবর্তন নিয়ে কথা বলেন উড। তিনি বলেন, ‘শারীরিক আকৃতি একটি বিষয়। বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দলের খেলোয়াড়দের দিকে তাকালে দেখা যায়, তারা খুব বেশি বড় আকৃতির নয়। যেখানে ওয়েস্ট ইন্ডিয়ান, ইংলিশ খেলোয়াড়েরা বড় এবং শক্তিশালী। বাংলাদেশি বা লঙ্কান খেলোয়াড়দের কিছুটা ভিন্নভাবে কাজ করতে হবে, যেখানে ওয়েস্ট ইন্ডিয়ান বা ইংলিশ ব্যাটাররা মূলত শক্তির ওপর নির্ভর করে। যদিও একজন খেলোয়াড়ের খেলায় শক্তি যোগ করা যায়, তবে যারা ছোট আকারের খেলোয়াড়, মূলত তাদের ছন্দ, টাইমিং সেন্স ও ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ।

এভাবেই ছোট আকৃতির খেলোয়াড়েরা বড় ছক্কা মারতে পারে।’ উড আরও বলেছিলেন, বাংলাদেশের ক্রিকেটারদের খেলায় শক্তি যোগ করার জন্য কী কী করবেন? তিনি বলেছিলেন, ‘শক্তি ও কন্ডিশনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ভারী ব্যাট দিয়ে প্রচুর ওভারলোড প্রশিক্ষণ দেব। আমি যা করি তার সবই খুব কার্যকরী। এটা শুধু জিমে গিয়ে প্রচুর ওজন তোলা নয়। এটা আসলে পেশি ব্যবহার করা এবং বল মারার সময় আপনার যে মুভমেন্ট হয়, সেটা আবার তৈরি করা।’

বাংলাদেশে এসেই দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পাওয়ার হিটিংয়ের কৌশল শেখান জুলিয়ান উড। এরপর বাংলাদেশ নারী দলকেও পাওয়া হিটিং শেখালেন এই ইংলিশ কোচ। এবার লিটনদের নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। এই পাওয়ার হিটিং কোচের বিশেষ ক্লাস থেকে ক্রিকেটাররা অনেক কিছুই শিখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। লিটনরাও মনোযোগ দিয়ে উডের ক্লাস করছেন। সব মিলিয়ে আশা করা হচ্ছে, উডের দেওয়া দীক্ষা পেয়ে বাংলাদেশের ব্যাটারদের উন্নতি হবে।