ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

দলবদলে বসুন্ধরা কিংসের চমক

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৬:২৭ এএম

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। গত ১৪ আগস্ট শেষ হয়েছে দলবদল। এই দলবদলে চমক দেখিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান কিংবা আবাহনীর চেয়ে বরাবরের মতোই শক্তিশালী দল গঠন করেছে তারা। দলবদলের শেষ দিন নাবীব নেওয়াজ জীবনকে দলে নিয়ে চমক দেয় কিংস। জাতীয় দলের এই ফরোয়ার্ড গত মৌসুমে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির হয়ে দুর্দান্ত খেলেছেন। মৌসুমের বড় একটা সময়জুড়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে ছিলেন তিনি।

এবার সেই নাবীব খেলবেন কিংসের জার্সিতে। দলবদলের শেষ দিনের আগেই মোহামেডানের ঘর ভাঙে বসুন্ধরা কিংস। তাদের শিরোপা জেতানো খেলোয়াড় এমানুয়েল টনি ও সানডেকে দলে টানে তারা। এ ছাড়া এই মৌসুমে ক্লাবটির সবচেয়ে বড় চমক ইংল্যান্ডের ক্লাব স্যান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা কিউবা মিচেলকে দলে অন্তর্ভুক্ত করা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলেও অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। কিংস শিবিরে এবার নতুন করে নাম লিখিয়েছেন জাতীয় দলের উইঙ্গার ইমন শাহরিয়ার। তাকে আবাহনী থেকে দলে টেনেছে কিংস।

তবে তারা ছেড়ে দিয়েছে শেখ মোরছালিনকে। ঘরোয়া লিগের নতুন মৌসুম শুরুর আগে এএফসির মঞ্চে খেলে এক অর্থে মৌসুম শুরু করে দিয়েছে কিংস। প্রিমিলিমিনারি রাউন্ডে সিরিয়ার ক্লাব আল কারামাহকে হারিয়ে গ্রুপ স্টেজে উঠেছে কিংস। টানা পাঁচ লিগ শিরোপা জেতার পর গত মৌসুমে হাতছাড়া হয় কিংসের। পেশাদার মোড়কে লিগ চালুর পর প্রথমবারের মতো ট্রফি জেতে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে গত মৌসুমে চ্যালঞ্জ কাপে মোহামেডানকে ৩-১ গোলে এবং ফেডারেশন কাপে আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে দুটি শিরোপা ঘরে তোলে তারা। নতুন মৌসুমে আরও শক্তিশালী হয়ে ফেরার ইঙ্গিতই যেন দিচ্ছে বসুন্ধরা।