ফুটবলে দলের প্রধান কোচই হয়ে থাকেন সর্বেসর্বা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটি ব্যতিক্রম। বাংলাদেশের বয়সভিত্তিক দলে হস্তক্ষেপ করেন জাতীয় দলের কোচ! এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য গঠিত অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুল বারী টিটু। কিন্তু তার বর্তমানেও জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাই যেন অনূর্ধ্ব-২৩ দলেরও অলিখিত প্রধান! বাহরাইনে প্রীতি ম্যাচ খেলে দেশে ফিরে অনুশীলন করেছে বাংলাদেশের যুব দলটি। জায়ান-মোরসালিনদের এই অনুশীলনে ছিলেন কাবরেরাও।
তার নির্দেশনায় হয়েছে অনুশীলন সেশন। একাধিক মাধ্যমে বিষয়টি জানা গেছে। অনূর্ধ্ব-২৩ দল বাহরাইনে যাওয়ার আগে বসুন্ধরা কিংস অ্যারেনায়ও অনুশীলন করিয়ে আলোচনায় এসেছিলেন কোচ কাবরেরা। বাহরাইন থেকে ফিরে এবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে। কারণ, কাবরেরা সিনিয়র দলকে এখানেই ঝালিয়ে নিচ্ছেন। দুই দলকে একসঙ্গে দেখতে পারবেন বলেই যুব দল জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করে। অনূর্ধ্ব-২৩ দলকে যেমন তদারক করছেন, তেমনি কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে থাকা সাফ অনূর্ধ্ব-১৭ ক্যাম্পেও বাগড়া দিয়েছেন কাবরেরা। বসুন্ধরা কিংস ফুটবলার না ছাড়ায় অনূর্ধ্ব-১৭ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছেন তিনি।
গতকাল জাতীয় স্টেডিয়ামে শেষ অনুশীলন ছিল অনূর্ধ্ব-২৩ দলের। এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে আজ ভিয়েতনাম যাবে দলটি। ইতালি থেকে সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। ইংল্যান্ডপ্রবাসী কিউবা মিচেল দলে যোগ দিয়েছেন। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। অনূর্ধ্ব-২৩ দলের প্রাণভোমরা এখন মিচেল।
তার দিকেই ফোকাস বেশি। ১৯ বছর বয়সি মিডফিল্ডার সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এর আগে বসুন্ধরা কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলেছেন কিউবা মিচেল। ওই ম্যাচে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে তার। এই মিডফিল্ডার সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-১৮ দলের হয়েও ২৫ ম্যাচ খেলেছেন। তবে অনূর্ধ্ব-২৩ দলে বাংলাদেশের আর্মব্যান্ড থাকবে শেখ মোরসালিনের হাতে।