ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

আইসিসি বিশ্বকাপ

ছেলেদের চেয়ে প্রাইজমানি বেশি মেয়েদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:৩৪ এএম
আইসিসি

নারী বিশ্বকাপ সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অভাবনীয় প্রাইজমানি ঘোষণা করেছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ৮ দলের নারী বিশ্বকাপে প্রাইজমানি হিসেবে থাকছে ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশের টাকার অঙ্কে যা ১৬৫ কোটি টাকা)। এই অঙ্ক ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত শেষ আসরে দেওয়া ৩.৫ মিলিয়ন ডলারের তুলনায় ২৯৭ শতাংশ বেশি। মোট প্রাইজমানি ছাড়িয়ে গেছে দুই বছর আগে ভারতে অনুষ্ঠিত পুরুষদের ক্রিকেট বিশ্বকাপকেও। যেখানে পুরস্কারের অর্থ ছিল ১০ মিলিয়ন ডলার। এ ঘোষণা আইসিসির নারীদের ক্রিকেট বিকাশে জোর দেওয়ার কৌশলের অংশ। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেতন সমতার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। নারী বিশ^কাপের ১৩তম আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার।

যা ২০২২ সালে অস্ট্রেলিয়ার প্রাপ্ত ১.৩২ মিলিয়ন ডলারের তুলনায় ২৩৯ শতাংশ বেশি। অন্যদিকে, রানার্স-আপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার। যা তিন বছর আগে ইংল্যান্ডের পাওয়া ৬ লাখ ডলারের তুলনায় ২৭৩ শতাংশ বেশি। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের প্রত্যেকে পাবে ১.১২ মিলিয়ন ডলার (২০২২ সালে যা ছিল ৩ লাখ ডলার)। গ্রুপ পর্বে অংশ নেওয়া প্রতিটি দল নিশ্চিতভাবে পাবে ২ লাখ ৫০ হাজার ডলার এবং প্রতিটি ম্যাচ জয়ের জন্য পাবে ৩৪,৩১৪ ডলার। ফাইনাল টেবিলের দ্বিতীয় ভাগে পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জনকারী দল পাবে ৭ লাখ ডলার করে এবং সপ্তম ও অষ্টম স্থান অর্জনকারী দল পাবে ২ লাখ ৮০ হাজার ডলার করে। নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর।