জার্মান লিগে আরেকটি মাইফলক স্পর্শ করলেন ইংলিশ তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের জার্সিতে দারুণ ছন্দে ছুটে চলার পথে আরেকটি গোল করেছেন তিনি। দলকে জয়ের পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি ক্লাব ফুটবলে ৪০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন কেইন। বুন্ডেসলিগায় বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে শুরুতে দলকে এগিয়ে নিয়ে মাইলফলক স্পর্শ করেন এই অভিজ্ঞ ফুটবলার। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার ২২ মিনিটে কর্নারে খুব কাছ থেকে হেডে গোলটি করেন তিনি।
বায়ার্ন মিউনিখের জার্সিতে এই নিয়ে কেইনের গোল হলো ১০৪টি। ক্লাব ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল তিনি করেছেন টটেনহ্যাম হটস্পারের হয়েÑ ২৮০টি। এ ছাড়া লেস্টার সিটির হয়ে ২টি, মিলওয়ালের হয়ে ৯টি এবং লেইটন ওরিয়েন্টের হয়ে ৫টি গোল করেছেন এই স্ট্রাইকার। ডর্টমুন্ডের বিপক্ষে ৭৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল ওলিসে। ছয় মিনিট পর ইউলিয়ান ব্রান্ডট একটি গোল শোধ করে লড়াই জমিয়ে তুললেও দলের হার এড়াতে পারেননি তিনি। এবারের লিগে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ১৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে ডর্টমুন্ড।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন