সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০২:০০ এএম

প্রিমিয়ার ফুটবল লিগ

মোহামেডানের ড্রয়ের দিনে আবাহনীর হার

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০২:০০ এএম

মোহামেডানের ড্রয়ের  দিনে আবাহনীর হার

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে গতকাল। এদিন তিনটি ম্যাচ ছিল। এর মধ্যে আবাহনী ও মোহামেডানের ম্যাচের দিকে নজর ছিল সবার। এ দুটি ঐতিহ্যবাহী দলই পয়েন্ট হারিয়েছে। আবাহনী শূন্য হাতে মুন্সীগঞ্জ থেকে ফিরলেও মোহামেডান এক পয়েন্ট পেয়েছে কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের নতুন মৌসুম ভালো যাচ্ছে না। প্রথম ম্যাচে ফর্টিজের কাছে ২-০ গোলে হারে তারা। গতকাল পুলিশ এফসির বিপক্ষে ড্র করে মাত্র ১ পয়েন্ট পেয়েছে। ৪ পয়েন্ট নিয়ে পুলিশ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। দিনের আরেক ম্যাচে মানিকগঞ্জে ২-০ গোলে স্বাগতিক ফকিরেরপুল ইয়ংমেন্সকে হারিয়েছে রহমতগঞ্জ। ২টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। আদু ৫২ মিনিটে এবং রাজন হাওলাদার ইনজুরির সময়ে একটি করে গোল করেন। রহমতগঞ্জের পুলিশের সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে তারা ১ নম্বরে আছে আপাতত।

অন্যদিকে, আবাহনী প্রথম রাউন্ডে রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। দ্বিতীয় ম্যাচে হেরেছে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন দলটি। ঘরোয়া ফুটবলে একসময় আবাহনী-ব্রাদার্স ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হতো। সাম্প্রতিক সময়ে অনেক দিন আবাহনীর বিপক্ষে জয়হীন ছিল ব্রাদার্স। গতকাল আবাহনীর বিপক্ষে ২-১ গোলের জয়টি ব্রাদার্সের জন্য অত্যন্ত স্বস্তির। প্রথমার্ধে ব্রাদার্স ইউনিয়ন ম্যাচের ৪ মিনিটে লিড নেয়। ব্রাদার্স ইউনিয়নের ডান প্রান্ত থেকে আবাহনীর ডিফেন্ডাররা ক্লিয়ার করতে পারেননি। ব্রাদার্সের নেপালি ফুটবলার অঞ্জন বিস্টা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আবাহনীর জালে বল পাঠান। দ্বিতীয়ার্ধে আবাহনী প্রতিপক্ষ ব্রাদার্সকে আরেক গোল উপহার দেয়।

ব্রাদার্সের ফুটবলার বল নিয়ে বক্সে প্রবেশের সময় আবাহনীর ডিফেন্ডার বাধা দিলে রেফারি বিটুরাজ বড়ুয়া পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ব্রাদার্স ২-০ গোলে এগিয়ে যায়। আবাহনী ম্যাচের শেষ ১৫ মিনিট গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ইনজুরির সময়ে আবাহনীর হয়ে ১ গোল পরিশোধ করেন মালির ফুটবলার সুলেমানা দিয়াবাতে। মোহামেডান থেকে আবাহনীতে আসা সুলেমানের এটি প্রথম গোল। সুলেমানের গোলে পরাজয়ের ব্যবধান কমেছে শুধু। দুই ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট মাত্র ১ আর সমান ম্যাচে ব্রাদার্সের ৩। আবাহনীর হারের দিনে ১ পয়েন্ট পেয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডান। গাজীপুরে অ্যাওয়ে ম্যাচে সাদা-কালোরা রহিম উদ্দিনের গোলে ১৯ মিনিটে লিড নেয়। এগিয়ে থেকে আলফাজের শিষ্যরা প্রথমার্ধে ড্রেসিংরুমে ফেরে। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বাবলুর গোলে পুলিশ সমতা আনে। ম্যাচের বাকি সময় কোনো গোল না হওয়ায় মোহামেডানকে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়।

আজ দুটি ম্যাচ রয়েছে। ফর্টিজ বসুন্ধরা কিংসকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ড শেষে এককভাবে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকবে। ড্র হলে ফর্টিজও রহমতগঞ্জ, পুলিশের সঙ্গে ৪ পয়েন্ট মিলিতভাবে থাকবে। আবার বসুন্ধরা কিংস ফর্টিজকে হারাতে পারলে তখন তারা রহমতগঞ্জ, পুলিশের সঙ্গী হবে ৪ পয়েন্ট নিয়ে, কারণ পাঁচবারের চ্যাম্পিয়ন কিংস প্রথম ম্যাচে পিডব্লিউর সঙ্গে ড্র করেছিল। আগামীকাল দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে পিডব্লিউডি ও আরামবাগ। দুটি দলই প্রথম রাউন্ডে ড্র করেছে। আগামীকাল যে দল জিতবে, তাদেরও ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে যুগ্মভাবে থাকার সুযোগ থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!