সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০২:০৩ এএম

এশিয়ান যুব গেমস

তিন ডিসিপ্লিনে পদকের প্রত্যাশা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০২:০৩ এএম

তিন ডিসিপ্লিনে পদকের প্রত্যাশা বাংলাদেশের

আন্তর্জাতিক আসরে স্বর্ণপদক সোনার হরিণের মতো বাংলাদেশের কাছে। কেবল সাউথ এশিয়ান গেমস ছাড়া সোনার পদকের দেখা মেলা ভার। যদিও সেই প্রত্যাশা নিয়েই ফি গেমসে অংশ নেন বাংলাদেশের ক্রীড়াবিদেরা। একই প্রত্যাশা নিয়ে বাহরাইনের এশিয়ান যুব গেমসে অংশ নিচ্ছে ১৩ ডিসিপ্লিনে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলিয়ে ৮১ জনের বহর। এবারের আসরে বাংলাদেশের অংশ নেওয়া ডিসিপ্লি¬নগুলো হলোÑ অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বক্সিং, বাস্কেটবল, সাইক্লিং, গলফ, জুডো, কাবাডি, সুইমিং, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, ভারোত্তোলন ও কুস্তি। আনুষ্ঠানিকভাবে বুধবার গেমস শুরু হলেও রোববার কাবাডি ডিসিপ্লিনের মাধ্যমে আসর শুরু হয়ে গেছে। আজ থেকে পর্যায়ক্রমে যাবেন অন্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদেরাও। রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের শেফ দ্য মিশন ব্রি. জেনারেল মো. হুমায়ুন কবীর। এ সময় বিওএর কোষাধ্যক্ষ একে সরকার ও মহাপরিচালক ব্রি. জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবির উপস্থিত ছিলেন।

২০০৯ সালে সিঙ্গাপুরে এবং ২০১৩ সালে চীনের নানজিংয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ গেমসেও অংশ নিয়েছিল বাংলাদেশ। প্রথম আসরে চার ডিসিপ্লিনে ১২ জন এবং দ্বিতীয় আসরে আট ডিসিপ্লিনে ১৯ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত তারা ফিরেছেন খালি হাতে। এবারের গেমসে পদক জয়ের প্রত্যয় নিয়ে আগে থেকেই অনুশীলন শুরু করেন ক্রীড়াবিদেরা। জাতীয় ক্রীড়া পরিষদ ও বিওএর সার্বিক তত্ত্বাবধানে নিরবচ্ছিন্নভাবে প্রস্তুতি নিয়েছেন তারা।

ব্রি. জেনারেল মো. হুমায়ুন কবীর বলেন, ‘বিগত দুটি গেমসে কোনো উলে¬খযোগ্য সাফল্য না থাকলেও এবারের আসরে কাবাডি, কুস্তি ও গলফে আমরা পদকের প্রত্যাশা করছি।’ তিনি যোগ করেন, ‘এই তিন ডিসিপ্লিনের দায়িত্বে যারা আছেন, তারা আমাকে পদক জয়ের ব্যাপারে আশ্বস্ত করেছেন। আন্তর্জাতিক পরিম-লে সীমিত অংশগ্রহণ এবং অনুশীলনে ব্যবহƒত যুগোপযোগী সরঞ্জমের অপ্রতুলতার কারণে আমাদের ক্রীড়াবিদদের কিছুটা দুর্বলতা পরিলক্ষিত হয়েছে। তবে সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং প্রতিযোগীদের নিরলস অনুশীলনের মাধ্যমে আমরা এসব দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’ এশিয়ান ইয়ুথ গেমসে লাল-সবুজের পতাকা বহন করবেন দুই তরুণ ক্রীড়াবিদ বক্সার সানি আহমেদ ব্যাপারী ও কাবাডি দলের অধিনায়ক তাহরিম।

রূপালী বাংলাদেশ

Link copied!