এশিয়ান ইয়ুথ গেমসের আগের দুই আসর থেকে শূন্য হাতে ফিরেছিল বাংলাদেশ। এবার পদক জয়কে পাখির চোখ করেছেন কর্মকর্তারা। প্রত্যাশিত সেই পদক এনে দিতে পারে তরুণী কাবাডি দল। কারণ তাদের গ্রুপে মাত্র পাঁচটি দেশ রয়েছে। বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। পাঁচ দলের এই খেলায় চতুর্থ হলেই ব্রোঞ্জ পদক পাবে বাংলাদেশ। কারণ কাবাডিতে সেমিফাইনালিস্ট দুই দলই ব্রোঞ্জ পায়। ডাবল লিগ পদ্ধতিতে হবে খেলাগুলো। মেয়েদের গ্রুপে শক্তিশালী দল রয়েছে ভারত ও ইরান। বাকি দুই দল শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে হারাতে পারলেই পদকের মুখ দেখতে পাবে বাংলাদেশ।
অন্যদিকে ছেলেদের বিভাগে সাত দেশ। বাংলাদেশ ছাড়াও রয়েছে শক্তিশালী ভারত, পাকিস্তান, ইরান, কাতার, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। এই বিভাগেও ডাবল লিগ পদ্ধতিতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এখানেও চতুর্থ হলেই ব্রোঞ্জের দেখা মিলবে লাল-সবুজ শিবিরে। এবারই পদক জয়ের সুবর্ণ সুযোগ লাল-সবুজের কাবাডির সামনে। তাইতো পদকের প্রত্যাশায় দলের সঙ্গে মানামায় উড়ে গেছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগও।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন