মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০২:০০ এএম

প্রীতি ম্যাচ খেলতে ব্যাংকক যাচ্ছেন আফঈদারা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০২:০০ এএম

প্রীতি ম্যাচ খেলতে  ব্যাংকক যাচ্ছেন  আফঈদারা

থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে মঙ্গলবার উড়াল দিচ্ছেন আফঈদা খন্দকাররা। আগামী বছর মার্চে উইমেনস এশিয়ান কাপ সামনে রেখে মূলত এই সফরে যাচ্ছে বাংলাদেশ। থাইল্যান্ড সফরে হার-জিতের চেয়ে কোচ পিটার জেমস বাটলার অবশ্য গুরুত্ব দিচ্ছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলার দিকে।

আফঈদা, মনিকাদের লড়াকু মেজাজে দেখতে চাওয়ার নানা কারণও আছে। শক্তির দিক থেকে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে থাইল্যান্ড। ফিফা র‌্যাঙ্কিংয়েও তাদের (৫৩তম) ধারে-কাছে নেই বাংলাদেশ (১০৪তম)।  তা ছাড়া এই সফরের দলে ভুটানের লিগে খেলা ৯ জনকে নিয়ে চট্টগ্রাম ইপিজেডে ২১ দিনের বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগও পাননি বাটলার। ২৪ ও ২৭ অক্টোবরের দুই শ্রীতি ম্যাচ সামনে রেখে সোমবার বাফুফেতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ বলেন, ‘মেয়েদের কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের প্রত্যাশা আমার।’ পিটার যোগ করেন, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের বাস্তববাদী হতে হবে। তবে তারা র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে বলে আমরা তাদের কাছে হারতে পারি বা হারতে যাচ্ছি, এই মনোভাব নিয়ে সেখানে যেতে পারি না আমরা।’ হার-জিত নয়, ভালো খেলায় প্রত্যাশী পিটার, ‘হার বা জিতের মানসিকতা নয়, এই ধরনের ম্যাচ থেকে আসলে আমরা কী পেতে চাই, তা নিয়ে কখনো কখনো আমাদের বাস্তববাদী হতে হবে। আমি চাই, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স। দেখতে চাই, মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সেটা মেলে ধরছে। কেননা, এটা দলের সবার জন্য, এমনকি ভুটান থেকে যে নয়জন ফিরেছেন, তাদের জন্যও এটা বড় পদক্ষেপ।’

বাটলারের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রুমা আক্তার ও সিনহা জাহান। বাদ পড়েছেন ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন নীলা ও ফরোয়ার্ড সুরভী আকন্দ। ভুটানে লিগে খেলা নয়জনের মধ্যে চারজন ফিরেছেন তিন দিন আগে, বাকিরা এক দিন আগে। তবে তারা দলের সঙ্গে মনিকা-ঋতুপর্ণাদের মানিয়ে নেওয়া নিয়ে কোনো সমস্যা দেখছেন না বাটলার, ‘নয়জনের মধ্যে চারজন ভুটান থেকে ফিরে দুই দিন প্রস্তুতি নিয়েছে। পাঁচজন এক দিন অনুশীলন করেছে। মানিয়ে নেওয়া তাদের জন্য বেশ কঠিন হলেও আমি মনে করি, আমরা কীভাবে কাজ করি, সেই অভিজ্ঞতা তাদের আছে। তাই এই মেয়েদের নিয়ে কোনো সমস্যা দেখছি না। তারা জানে, আমরা কীভাবে খেলি।’

মানিয়ে নেওয়ার প্রসঙ্গে কোচের সঙ্গে সুর মেলালেন অধিনায়ক আফঈদা খন্দকারও, ‘তাদের সঙ্গে ক্যাম্পে ৭-৮ বছর একসঙ্গে থাকছি। আমরা একে অপরকে ভালো করে জানি। গত দুই দিন অনুশীলন করেছি কয়েক জনের সঙ্গে। কোনো সমস্যা হয়নি। আশা করছি, বাকিদের ক্ষেত্রেও একই রকম হবে।’

বাংলাদেশ দল:

রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী, নবীরণ খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমেহলা মারমা, শাহেদা আক্তার, সুলতানা, সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা ও সিনহা জাহ

 

রূপালী বাংলাদেশ

Link copied!