ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ

লিটনের সামনে নতুন চ্যালেঞ্জ

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০২:০৩ এএম

আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের সব ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। এরই মধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। এবার তার সামনে স্বরূপে ফেরার নতুন চ্যালেঞ্জ।

গত টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাঁজরে চোট পেয়েছিলেন লিটন। এ কারণে টুর্নামেন্টের সুপার ফোর পর্বে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও মিস করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলের বাইরে ছিলেন তিনি। বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার পর ফিরলেন লিটন। ইনজুরি কাটিয়ে ব্যাট হাতে তার ফেরাটা এখন কেমন হয়, সেটিও দেখার বিষয়। তবে ব্যাটিংয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন লিটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন অনুশীলনে নিজেকে ঝালিয়ে নেন এই অধিনায়ক। পুরোপুরি তৈরি হয়েই উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছেন ৩১ বছর বয়সি এই ক্রিকেটার। টি-টোয়েন্টি এশিয়া কাপে চার ম্যাচ খেলে ১১৯ রান করেন লিটন। এর মধ্যে ৫৯ রানের একটি ইনিংসও রয়েছে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ব্যাটিংয়ে ছন্দ ধরে রেখে খেলাটাই তার সামনে এখন বড় চ্যালেঞ্জ। অবশ্য অতীতেও চোটগ্রস্ত হয়ে দলে ফেরেন লিটন। কীভাবে চোট কাটিয়ে স্বরূপে ফেরা যায়, সেই অভিজ্ঞতা আছে তার। আর সেভাবেই নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যাবেন লিটন।

টি-টোয়েন্টি সিরিজে দলের নেতৃত্বেও চ্যালেঞ্জ থাকছে লিটনের সামনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঢাকায় স্পিন উইকেটে খেলেছে বাংলাদেশ। এবার চট্টগ্রামের মাঠেও স্পিন উইকেট দেখা যেতে পারে। কেননা, স্পিনে শক্তিশালী স্বাগতিকেরা। তাই স্পিন ছক কষেই উইন্ডিজের বিপক্ষে সফল হতে চাইবেন লিটনরা। এরই মধ্যে চট্টগ্রামে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেখানে নতুন বিতর্ক তৈরি হয়েছে। টি-টোয়েন্টি দলে রাখা হয়নি সাইফউদ্দিনকে। অথচ দল ঘোষণার আগেই এই ক্রিকেটারকে চট্টগ্রামে উড়িয়ে নেওয়া হয়েছে এবং দলের সঙ্গে আছেন সাইফউদ্দিন। অবশ্য বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, অনুশীলনে সাইফকে দরকার বলেই দলের সঙ্গে রাখা হচ্ছে। দলের বাইরে থাকা ক্রিকেটারকে দলের সঙ্গে রাখার ঘটনা আগেও ঘটেছে। এটি নতুন কিছু নয়। যাই হোক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লিটনরা সফল হওয়ার লক্ষ্য নিয়েই অভিযানে নামবেন।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।