ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

২০২৮ সাল পর্যন্ত মিয়ামিতেই মেসি

মাঠে ময়দানে ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০২:০৬ এএম

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মিয়ামি ছাড়ছেন না লিওনেল মেসি। ২০২৮ সাল পর্যন্ত এই ক্লাবের হয়েই খেলবেন এই আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। মিয়ামির সঙ্গে নতুন চুক্তি সই করেছেন মেসি। এক বিবৃতিতে ইন্টার মিয়ামি এ খবর নিশ্চিত করেছে। এ ছাড়া ক্লাবের অফিসিয়াল এক্স ফিডে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে মিয়ামির নির্মাণাধীন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসে মেসিকে চুক্তিতে সই করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা ‘হি ইজ হোম’। ক্লাবের এক বিবৃতিতে ৩৮ বছর বয়সি মেসি বলেছেন, ‘এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পের সঙ্গে কাজ করে যেতে পেরে আমি সত্যিই খুশি। এই মিয়ামি ফ্রিডক পার্ক স্টেডিয়ামে খেলতে পারার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।’ মেসি আরও বলেন, ‘মিয়ামিতে আসার পর থেকে আমি খুব খুশি, তাই এখানে চালিয়ে যেতে পেরে আমি সত্যিই আনন্দিত।’ ইন্টার মিয়ামির সহমালিক ও সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম বলেছেন, মেসির নতুন চুক্তির সিদ্ধান্তটি ‘শহর, ক্লাব ও খেলার প্রতি তার প্রতিশ্রুতি’ ফুটিয়ে তোলে। বিবৃতিতে তিনি বলেন, ‘মেসি এখনো আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ এবং এখনো জিততে চান।

মালিক হিসেবে এমন একজন খেলোয়াড়কে পাওয়া আমাদের জন্য খুব সৌভাগ্যের, যিনি খেলাটিকে এত ভালোবাসেন এবং যিনি এই দেশে খেলার জন্য এত কিছু করেছেন এবং তরুণ প্রতিভার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।’ ২০২৩ সালের জুলাইয়ে পিএসজি ছেড়ে মিয়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। বর্তমান চুক্তি ২০২৫ এমএলএস মৌসুমের মাধ্যমে শেষ হতে চলেছে। এখন নতুন চুক্তির মাধ্যমে আরেকটি বিষয়ও অনেকটা নিশ্চিতÑ ২০২৬ বিশ^কাপে খেলতে চলেছেন মেসি। ২০২২ আসরে আর্জেন্টিনাকে বিশ^কাপ জেতানো এই তারকা জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে গেলেও সামনের বিশ^কাপ খেলার নিশ্চয়তা দেননি। তবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হতে যাওয়া আসরটিতে যে তিনি থাকছেন, সেটি এক প্রকার নিশ্চিত বলা যায়।