মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৪:১০ এএম

রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা

ইয়ামাল ও রাশফোডের গোলের উচ্ছ্বাস

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৪:১০ এএম

ইয়ামাল ও রাশফোডের গোলের উচ্ছ্বাস

স্প্যানিশ লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের হতাশার পর জয়ের পথে ফিরল কোচ হান্সি ফ্লিকের দল বার্সেলোনা। সহজ জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল কাতালানরা। ঘরোয়া লিগে দুই মাস পর জালের দেখা পেলেন লামিনে ইয়ামাল। মুহূর্ত বাদে তারা গোল পেল আরেকটি। এলচেকে সহজেই হারিয়ে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা। ঘরের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। তাদের অন্য দুই গোলদাতা ফেররান তরেস ও মার্কাস র‌্যাশফোর্ড। সফরকারীদের একমাত্র গোলটি করেন রাফা মির। গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের মাঠে নিজেদের সেরা রূপে মেলে ধরতে পারেনি বার্সেলোনা, হেরে যায় ২-১ গোলে। জয়ের পথে ফিরে লিগ টেবিলে দ্বিতীয় স্থানেও ফিরল বার্সেলোনা। ১১ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২৫। তিনে নেমে যাওয়া ভিয়ারিয়ালের পয়েন্ট ২৩। শীর্ষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হারের হতাশা ভুলে জয়ের পথে ফেরার ম্যাচে শুরুটা দুর্দান্ত হয় বার্সেলোনার।

দুই মিনিটের ব্যবধানে ২ গোলে এগিয়ে যায় তারা। নবম মিনিটে মাঝ মাঠে প্রতিপক্ষের ভুল পাস ধরে দ্রুত এগিয়ে ডি-বক্সে থ্রু বল বাড়ান আলেহান্দ্রো বালেদ, আর বল নিয়ন্ত্রণে নিয়ে দুজনের মাঝ দিয়ে জোরালো শটে দলকে এগিয়ে নেন ইয়ামাল। এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসের মাঝেই দ্বিতীয় গোল পেয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক থেকে ফের্মিন লোপেসের পাস ছয় গজ বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফেররান তরেস। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দলের একমাত্র গোলটি করা লোপেস ৩৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে শট নেন। বল একটু বাঁক খেয়ে লক্ষ্যেই ছিল, ঝাঁপিয়ে কোনো মতে এক হাত দিয়ে বল বাইরে পাঠান গোলরক্ষক।

যদিও রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় কর্নার পায়নি বার্সেলোনা, যা নিয়ে টাচলাইনে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় কোচ হান্সি ফ্লিককে। প্রথম ৪০ মিনিটে ঘর সামলাতে ব্যস্ত এলচে ৪২তম মিনিটে গোলের জন্য প্রথম শট নিতে পারে এবং তা থেকেই ব্যবধান কমায় তারা। আলভারো নুনেসের পাস ধরে বিনা বাধায় ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন রাফা মির। বিরতির আগের বাকি সময়ে ফের দুই গোলের ব্যবধান করতে পারত বার্সেলোনা; কিন্তু ফেররান তরেসের শট গোলরক্ষক ঠেকানোর পর ডি-বক্সে থেকে ক্রসবারের ওপর দিয়ে মারেন ইয়ামাল।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে গোলের জন্য দ্বিতীয় শট নিতে পারে এলচে এবং গোল হতে পারত সেটাও। কিন্তু দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায়, স্প্যানিশ ফরোয়ার্ড মিরের কোনাকুনি শট ক্রসবারে প্রতিহত হয়। পাঁচ মিনিট পর দারুণ গোলে ব্যবধান বাড়ান র‌্যাশফোর্ড। ডান দিক থেকে লোপেসের ক্রস ডি-বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে একজনের চ্যালেঞ্জ সামলে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ ফরোয়ার্ড। ৭৪তম মিনিটে র‌্যাশফোর্ডকে তুলে চোট কাটিয়ে ফেরা রবের্ত লেভানদোভস্কিকে নামান ফ্লিক। চোট কাটিয়ে দলে ফেরা মিডফিল্ডার দানি ওলমোকেও কিছুক্ষণ আগে নামান তিনি, লোপেসের জায়গায়। ফেরার দিনে তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেননি তারা দুজন। তবে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে তাদের ফেরাটা বার্সেলোনার জন্য দারুণ স্বস্তির। ইউরোপ-সেরার মঞ্চে আগামী বুধবার ক্লাব ব্রুজের মাঠে খেলবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

রূপালী বাংলাদেশ

Link copied!