বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৩:৩৬ এএম

ব্রাজিলের দল ঘোষণা

নেইমারের অপেক্ষায় কোচ আনচেলত্তি

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৩:৩৬ এএম

নেইমারের অপেক্ষায় কোচ আনচেলত্তি

আগামী ১৫ ও ১৮ নভেম্বর সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এসব প্রীতি ম্যাচ খেলছে কোচ আনচেলত্তির দল। যাদের নিয়ে বিশ্বকাপে যেতে চান, মার্চের দুই ম্যাচে মোটামুটি তাদেরই ডাকার আভাস দিলেন ব্রাজিল কোচ। এবারও দলে নেই নেইমার। চোট কাটিয়ে সান্তোসের হয়ে মাঠে ফেরা নেইমারের সঙ্গে কোনো কথা হয়নি আনচেলত্তির। তবে ব্রাজিলের সবচেয়ে বড় তারকার দিকে গভীর মনোযোগ আছে দলটির কোচের। সম্পূর্ণ ফিট হয়ে নেইমারের মাঠে নিয়মিত হওয়ার অপেক্ষায় আছেন তিনি। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের জন্য মার্চ পর্যন্ত অপেক্ষার আভাস দিয়েছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন নেইমার। একের পর এক চোটে ক্রমেই বাড়ছে ব্রাজিলের হয়ে তার খেলার অপেক্ষা। গত শনিবার সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন তিনি। দল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল সাজানো নিয়ে নিজের ভাবনা জানান আনচেলত্তি। তিনি বলেন, ‘নেইমারের সঙ্গে আর কথা হয়নি। আমরা দেখব সে কখন সেরে উঠে খেলায় ফিরতে পারে। খেলোয়াড়দের সঙ্গে আমি যত বেশি সময় কাটাব, চূড়ান্ত দল তৈরির তত কাছাকাছি পৌঁছাব। জুনের দল গঠনের কাছাকাছি আছি আমরা। এরই মধ্যে ১৭ বা ১৮ জন খেলোয়াড় চূড়ান্ত হয়েছে। চোটের ওপরও এটা নির্ভর করবে। তবে দল প্রায় চূড়ান্তই। মার্চের দল হবে চূড়ান্ত দলের খুব কাছাকাছি।’

প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন লুচানো জোবা। তিন বছর পর দলে ফিরেছেন ৩২ বছর বয়সি ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনিয়ো। ফিরেছেন ২০ বছর বয়সি ফরোয়ার্ড ভিতো হকেও। বার্সেলোনার সাবেক এই ফুটবলার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন ২০২৩ সালে। ফট-ব্যাক জোবা ক্লাব ফুটবলে খেলেন ব্রাজিলের বাহিয়ার হয়ে। এ বছর দলটির হয়ে ২৮ ম্যাচ খেলে ৫টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন তিনি। গত মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলা দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার কার্লোস আউগুস্তো, দগলাস সান্তোস, বেরালদো, ভান্দেরসন এবং মিডফিল্ডার জোয়েলিন্তন ও জোয়াও গোমেস এবং ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি ও ইগো জেসুস। চোটে বাইরে থাকা বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া ও লিভারপুল গোলরক্ষক আলিসনও স্বাভাবিকভাবে দলে নেই।

ব্রাজিল দল: গোলরক্ষক: বেন্তো, এদেরসন, উগো সোসা; ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, কাইয়ো এনরিকে, দানিলো, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালিয়াইস, লুচানো জোবা, পাওলো এইহিক, মার্কিনিয়োস, ওয়েজলি; মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, ফাবিনিয়ো, লুকাস পাকেতা; ফরোয়ার্ড: এস্তেভোঁ উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রিশার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র, ভিতো হকে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!