বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৩:৩৮ এএম

লিওনেল মেসির সঙ্গে তুলনা

নিজেকেই সেরা বললেন রোনালদো

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৩:৩৮ এএম

নিজেকেই সেরা বললেন রোনালদো

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে তুলনায় ফের নিজেকেই সেরা বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত কাতার বিশ^কাপ জয়ের পর নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মেসি। এতে সর্বকালের সেরা ফুটবলার হওয়ার বিতর্কও থেমে গিয়েছিল। কিন্তু সেই বিতর্ক আবারও নতুন করে চালু করলেন রোনালদো। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজেকে আরও একবার সেরা বলে দাবি করেছেন আল-নাসর তারকা। ইংরেজ সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে গতকাল মঙ্গলবার প্রচারিত হতে যাওয়া সাক্ষাৎকারে ফের মেসি-রোনালদো তুলনার প্রসঙ্গ উঠতেই নিজের শ্রেষ্ঠত্বের দাবিতে দৃঢ় কণ্ঠে কথা বলেছেন পর্তুগিজ তারকা। মরগান প্রশ্ন করেন, ‘অনেকে বলে, মেসি তোমার চেয়ে ভালো, তুমি কী ভাবো?’, সঙ্গে সঙ্গেই রোনালদো বলেন, ‘মেসি আমার চেয়ে ভালো? আমি এই মতের সঙ্গে একমত নই। আমি এখন বিনয়ী হতে চাই না।’ এই সাক্ষাৎকারের টিজার ক্লিপে দেখা যায়, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ ওয়েইন রুনির মন্তব্য নিয়েও কথা বলেছেন রোনালদো। রুনি একসময় বলেছিলেন, মেসিই নাকি শ্রেষ্ঠ। তবে রোনালদো বিষয়টিকে পাত্তা না দিয়ে বলেন, ‘এ ধরনের মতামত আমাকে বিরক্ত করে না। আমি আমার পারফরম্যান্সেই মন দিই।’ রোনালদো মজার ছলেই আরও বলেন, ‘অনেকে বলে, আমি সম্প্রতি বিলিয়নিয়ার হয়েছি। সত্যিটা হলো, আমি অনেক বছর আগেই বিলিয়নিয়ার হয়েছি!’ দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলের দুই মহাতারকার এই প্রতিদ্বন্দ্বিতা ভক্ত ও বিশ্লেষকদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছে। রোনালদো-মরগান জুটির আগের সাক্ষাৎকারটিও ছিল বেশ নাটকীয়; সেটির ফলেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি ভাঙে রোনালদোর, যা শেষ পর্যন্ত তাকে নিয়ে যায় সৌদি প্রো লিগের আল নাসরে। সেই একই বছর কাতার বিশ্বকাপে ভিন্ন গল্প লেখেন মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ক্যারিয়ারের শ্রেষ্ঠ সাফল্য অর্জন করেন তিনি আর রোনালদো কাঁদতে কাঁদতে বিদায় নেন কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে। মরগান বরাবরই রোনালদোর পক্ষের মানুষ। এক নিবন্ধে তিনি লিখেছিলেন, “মেসি নিঃসন্দেহে প্রতিভাবান, কিন্তু আমার ধারণা তিনি একরকম ‘ফ্ল্যাট-ট্র্যাক বুললি’।” রোনালদো যখন সৌদি আরবে যোগ দেন, তখনো মরগান বলেন, ‘সে নতুন অঞ্চলে ফুটবলের মান বাড়াচ্ছে, যেমনটা সে সব সময়ই করেছে, নিজেকে নতুনভাবে চ্যালেঞ্জ জানিয়ে।’

রূপালী বাংলাদেশ

Link copied!