ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

এশিয়ান আর্চারির সভাপতি নির্বাচিত হলেন চপল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০১:৩৬ এএম

ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত কংগ্রেসে ২৯-৯ ভোটে জিতেছেন তিনি। তার কাছে হেরেছেন দক্ষিণ কোরিয়ার থমাস হান।

গতকাল থেকে ঢাকায় শুরু হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ২৪তম আসর। দুপুরের পর এশিয়ান আর্চারির কংগ্রেস ও নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শুরু হয় বিকেল ৩টা ১৫ মিনিট থেকে। আর শেষ হয় বিকেল ৪টায়। এ নির্বাচনে ২০০৫ সাল থেকে সভাপতি নির্বাচিত হয়ে দক্ষিণ কোরিয়ার হুন্দাই মোটর গ্রুপের ভাইস প্রেসিডেন্ট থমাস হানকে বড় ব্যবধানে হারিয়ে দেন চপল। এই প্রথম কোনো বাংলাদেশি এশিয়ান আর্চারির শীর্ষ পদে আসীন হলেন। এ ছাড়া এশিয়া প্যারা আর্চারির সভাপতি হয়েছেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। আরচারির কোচ নূরে আলম এশিয়ান আর্চারির কোচেস কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য কাজী রাজীব উদ্দীন চপল সংগঠক হিসেবে অভিজ্ঞ। ওয়ার্ল্ড আর্চারির ইলেকটোরাল বোর্ডের সদস্য, ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সহসভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। ঢাকায় চলমান এশিয়ান আর্চারির লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন চপল।