ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

ভারত ও নেপালের বিপক্ষে ম্যাচ

কোচ কাবরেরার সামনে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০১:৪১ এএম

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারত এবং নেপালের বিপক্ষে একটি ম্যাচ ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে গত ৩০ অক্টোবর থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প। গত শুক্রবার বসুন্ধরা কিংসের ফুটবলাররা যোগ দেওয়ায় পূর্ণতা পায় অনুশীলন ক্যাম্প। ক্লাবের এএফসি কাপ মিশন শেষে ক্যাম্পে যোগ দিয়েছেন জাতীয় দলে ডাক পাওয়া ১০ জন ফুটবলার। কোচ হাভিয়ের কাবরেরা মোট ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন। কিংসের খেলোয়াড়রা যোগ দেওয়ায় প্রথম পূর্ণাঙ্গ দল নিয়ে অনুশীলনের সুযোগ পান কোচ। ক্যাম্পে যোগ দিয়েই অবশ্য একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জাতীয় দল। বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে ফর্টিস এফসির মুখোমুখি হয়েছিলেন জামাল ভুঁইয়ারা। তবে ম্যাচটিতে ১-০ গোলে পরাজিত হয় জাতীয় দল। ম্যাচ হারলেও এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচশেষে তিনি বলেন, ‘অনুশীলন ম্যাচটি একটি ভালো এবং শক্তিশালী চ্যালেঞ্জ ছিল। ফর্টিস খুবই ভালো খেলেছে।

নেপাল ও ভারতের বিপক্ষে আমাদের যে পরিকল্পনা আছে, তার কিছুটা বাজিয়ে দেখাই ছিল মূল লক্ষ্য। ম্যাচটি থেকে আমরা ইতিবাচক কিছু দিক খুঁজে পেয়েছি।’ এদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, শনিবার জাতীয় দলের দলগত কোনো অনুশীলন রাখা হয়নি। তবে ক্যাম্পে নতুন যোগ দেওয়া বসুন্ধরা কিংসের ফুটবলারদের জন্য গতকাল একটি জিম সেশন রাখা হয়েছে। কোচ কাবরেরা বলেন, ‘দলের বাকি খেলোয়াড়েরা শনিবার বিশ্রাম পাবে। কিন্তু কিংসের খেলোয়াড়েরা হোটেলে জিম সেশন করবে।’ উল্লেখ্য, পল্টনের জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ চলায় আগামী ১২ নভেম্বর পর্যন্ত বসুন্ধরা কিংস অ্যারেনাতেই জাতীয় দলের অনুশীলন ক্যাম্প চলবে। বাংলাদেশ দল ১৩ নভেম্বর নেপাল এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে।