আগামী ১৯ নভেম্বর থেকে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হবে। মুশফিকের কাছে এই ম্যাচ বিশেষ কিছু। এমনকি বাংলাদেশ দলের জন্যও। কেননা, এ পর্যন্ত ২৫ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান ১০০টি টেস্ট ম্যাচ খেলার রেকর্ড গড়তে পারেননি। আর সেই প্রথম কীর্তিটাই গড়তে যাচ্ছেন মুশফিক। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারের ১০০তম ম্যাচ খেলতে নামবেন এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। তার এই শততম টেস্ট ম্যাচ জয়ে রাঙিয়ে দিতেই স্মরণীয় করে রাখতে চান নাজমুল হোসেন শান্তরা।
বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার দিক থেকে আগেই শীর্ষে ছিলেন মুশফিক। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৯তম টেস্ট ম্যাচ খেলেছেন বাংলাদেশ দলের এই সিনিয়র ক্রিকেটার। এবার সামনে শততম ম্যাচ তার। ব্যক্তিগত মাইলফলকের ম্যাচে মুশফিককে বড় সম্মাননা দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিশেষ ম্যাচে মিরপুরের হোম অব ক্রিকেটে মুশফিকের পরিবার দাওয়াত পাচ্ছে। এ ছাড়া ক্রেস্টসহ ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট মুশফিককে উপহার দেওয়া হবে বলেও জানা গেছে। সব মিলিয়ে ১৯ নভেম্বর মিরপুরের শেরে-ই-বাংলা স্টেডিয়াম মুশফিকের বন্দনায় যে মুখরিত থাকবে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, ক্রিকেটাঙ্গনে অনেকেরই প্রশ্নÑ শততম ম্যাচ খেলেই কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিক? তবে জানা গেছে, লাল বলের ক্রিকেট খেলা চালিয়ে যাবেন এই ৩৮ বছর বয়সি অভিজ্ঞ ক্রিকেটার। আন্তর্জাতিক ক্যারিয়ারে মুশফিক শুধু টেস্ট ফরম্যাটের ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। এবার শুধু সাদা পোশাকের ক্রিকেটে নিজেকে মনোনিবেশ করছেন মুশফিক। তার শততম টেস্ট ম্যাচ প্রসঙ্গে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘অবশ্যই অনেক বড় একটা অর্জন, খুবই রোমাঞ্চিত। আমি প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম (প্রথম টেস্টের সময় সিলেটে), আমরা উদযাপন করতে চাই। খেলোয়াড়েরা চায় ওই দিনটা বা ওই পুরো পাঁচ দিন আমরা উপভোগ করব। সম্মানের জায়গা তো আছেই। এরকম একটা অর্জন আমাদের বাংলাদেশে কখনো হয়নি। সুতরাং আমরা সব সময় আশা করি, এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সম্মানটুকু দেওয়া উচিত এবং অধিনায়ক হিসেবে ওই জিনিসটা করারই চেষ্টা করব।’ শান্তর চাওয়াÑ মুশফিক যেন মিরপুরে শততম টেস্ট খেলেই থেমে না যান। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আমি আশা করব মুশফিক ভাই ১০০ টেস্ট খেলার পরও যেন আরও খেলা চালিয়ে যান। কারণ এরকম অভিজ্ঞ খেলোয়াড় আমাদের টেস্ট দলে প্রয়োজন। আমি আশা করব, সেটাও যেন উনি চালিয়ে যান।’ নিজের শততম টেস্ট ম্যাচে ব্যাট হাতে ভালো কিছু করে দেখানোর চেষ্টায় থাকবেন মুশফিক। কেননা, সিলেটে গত ম্যাচে রান পাননি তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ইনিংস ও ৪৭ রানে হেরেছে আয়ারল্যান্ড। এবার মিরপুরে দ্বিতীয় টেস্টে বড় জয়ের প্রত্যাশায় বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জিতেই মুশফিকের শততম টেস্ট ম্যাচ উদযাপনের অপেক্ষায় শান্তরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন