অ্যাঙ্গোলার বিপক্ষে তাদের ঘরের মাঠে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্যবধান বড় না হলেও জয় নিয়ে অবশ্য তেমন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি লিওনেল মেসিদের। এই ম্যাচে ২টি গোল করেন মেসি ও লাওতারো মার্তিনেজ। শক্তির বিচারে দুই দলের মধ্যে পার্থক্যটা বিশাল। ফিফা র্যাঙ্কিংয়েও ব্যবধান চোখে পড়ার মতো। মাঠের লড়াই যদিও অতটা একপেশে হলো না। তবে দুই অর্ধের ২ গোলে সহজ জয়ই পেল আর্জেন্টিনা। ম্যাচের ৪৩ মিনিটে মার্তিনেজ দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান অধিনায়ক মেসি। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের ৮৯ নম্বর দলটির বিপক্ষে এ নিয়ে দ্বিতীয়বার খেলল আর্জেন্টিনা। ২০০৬ সালের বিশ্বকাপের আগে প্রথম দেখায়ও একই ব্যবধানে জিতেছিল তারা। ফিফা র্যাঙ্কিংয়ের ২ নম্বর এবং তিনবারের বিশ্বকাপ বিজয়ীদের থেকে অ্যাঙ্গোলা কতটা পিছিয়ে, তার প্রমাণ দল দুটির সাম্প্রতিক পারফরম্যান্সেও।
কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের সেরা হয়ে মূল মঞ্চে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সেখানে আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে ১০ ম্যাচের মাত্র দুটিতে জিতে নিজেদের গ্রুপের চতুর্থ হয়ে বাদ পড়েছে আঙ্গোলা। এদিন ঢিমেতালে শুরু লড়াইয়ের প্রথম ১০ মিনিটে অ্যাঙ্গোলার অর্ধেই ছিল বল। গোলের জন্য প্রথম শটটি অবশ্য তারাই নিতে পারে, যদিও সেটা লক্ষ্যে ছিল না। ১৯ মিনিটে লক্ষ্যে প্রথম শটেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজের পাস ধরে ডি-বক্সে থেকে জোরাল কোনাকুনি শট নেন মেসি, দারুণ নৈপুণ্যে সেটা রুখে দেন গোলরক্ষক। ৩৯ মিনিটে আরেকটি সুবর্ণ সুযোগ পান মেসি। থিয়াগো আলমাদার কাটব্যাক ডি-বক্সে ফাঁকায় পেয়ে শট নেন ইন্টার মিয়ামি তারকা, বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
৪৩ মিনিটে অবশেষে গোলের দেখা মেলে। মেসির থ্রু বল ডি-বক্সে পেয়ে, প্রথম ছোঁয়ায় দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইন্টার মিলান ফরোয়ার্ড মার্তিনেজ। ৬২ মিনিটে পাল্টা আক্রমণে দারুণ একটি সুযোগ পায় অ্যাঙ্গোলা। তবে সতীর্থের পাস বক্সে পেয়ে অরক্ষিত লুভুম্বো শট লক্ষ্যে রাখতে পারেননি। আর্জেন্টিনার জয় নিশ্চিত করা গোলটি আসে ৮২ মিনিটে। দারুণ গতিতে ডি-বক্সে ঢুকে পড়া মেসির থেকে স্লাইডে বল কেড়ে নেন অ্যাঙ্গোলার এক ডিফেন্ডার, কিন্তু বল ফের চলে যায় মার্তিনেজের পায়ে। তার পাস আবার ডি-বক্সে পেয়ে জোরালো কোনাকুনি শটে জালে জড়ান মেসি। জাতীয় দলের হয়ে ১৯৬ ম্যাচে মেসির গোল হলো ১১৫টি। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে আগামী বছর চূড়ান্ত প্রস্তুতিতে নামবেন মেসি ও তার সতীর্থরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন