ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

জাতীয় বডিবিল্ডিংয়ে আনসারের আধিপত্য

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০২:৩০ এএম

সুজুকি জাতীয় বডিবিল্ডিংয়ে সেরা বাংলাদেশ আনসার। সাতটি ইভেন্টের মধ্যে ছয়টিতে স্বর্ণ, দুটি রুপা ও চারটি ব্রোঞ্জ জিতে শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছে তারাই। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেন্স ফিজিক ১৬৬ সেন্টিমিটারে আনসারের রাকিব আহমেদ স্বর্ণ, একই সংস্থার মো. রাসেল রুপা ও আনসারের আবদুল করিম ব্রোঞ্জ পদক জেতেন। ১৭০ সেন্টিমিটারে আনসারের শাকের উদ্দিন স্বর্ণ, এলিট ফিটনেস সেন্টারের সবুজ হোসেন রুপা ও মুন্সীগঞ্জের অলিম্পিয়া ফিটনেসের জাহেদুল আলম ব্রোঞ্জ জিতেছেন। ১৭০ ঊর্ধ্ব সেন্টিমিটারে আনসারের আল আমিন স্বর্ণ, বিগ বার্বেল জিমের মাহদি সাদিক রুপা ও বিজি পাওয়ার ফিটনেসের সুমন মাদবর ব্রোঞ্জ জেতেন। মাস্টার্স ক্যাটাগরিতে আনসারের মো. ইব্রাহিম স্বর্ণ, জয়ার ফিটনেসের মোতাহের হোসেন রুপা ও আনসারের সুমন হোসেন ব্রোঞ্জ জিতেছেন। মেন্স বডিবিল্ডিং ৫৫ কেজিতে ফাইটার ফিটনেসের ইমন মিয়া স্বর্ণ, আনসারের তানজিল হোসেন রুপা ও ফিট এলিগেন্ট জিমের শুভ ব্রোঞ্জ জিতেছেন। ৬০ কেজিতে আনসারের সোহম হোসেন স্বর্ণ, ইয়ুথ জিমের শৈশব রুপা ও আনসারের নাজিম খান ব্রোঞ্জ জিতেছেন। ৬৫ কেজিতে আনসারের তানভীর ইসলাম স্বর্ণ, মঞ্জুরস জিমের সৈয়দ মঞ্জুর রুপা ও আনসারের ইসমাইল জিহাদ ব্রোঞ্জপদক জিতেছেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম, ফেডারেশনের সভাপতি ও অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।