রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৩:৫৫ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৩:৫৫ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে  কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। নতুন বছরের শুরুতে হতে যাওয়া এই বিশ্বকাপে  আবারও তুলনামূলক সহজ গ্রুপে পড়ছে ভারত ও পাকিস্তান। এর বাইরে গ্রুপ অব ডেথ বলা হচ্ছে একাধিক গ্রুপকে, এর একটিতে পড়েছে বাংলাদেশ। ২০ দলের বিশ্বকাপে প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। দুই দল যাবে সুপার এইটে।  ইংল্যান্ড ( র্যাঙ্কিং ৩) ও ওয়েস্ট ইন্ডিজ ( র্যাঙ্কিং ৬)Ñ দুই দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। এই গ্রুপে পড়েছে বাংলাদেশ ( র্যাঙ্কিং ৯)। তিন টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে এই গ্রুপে থাকছে নেপাল ( র্যাঙ্কিং ১৭) এবং বিশ্বকাপের সবচেয়ে বড় চমক  ইতালি, যারা বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৮তম। সেরা দুই দলের একটি হয়ে পরের রাউন্ডে যেতে হলে বাংলাদেশের পথটা চ্যালেঞ্জিং। এদিকে বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা দুই রকম পরিস্থিতিতে পড়ছে। র্যাঙ্কিংয়ে শীর্ষ দল ভারতকে রাখা হয়েছে তুলনামূলক সহজ গ্রুপে, যেখানে অনুমিতভাবে আছে পাকিস্তানও।

তাদের সঙ্গী নেদারল্যান্ডস (র্যাঙ্কিং ১৩), নামিবিয়া (র্যাঙ্কিং ১৫) এবং যুক্তরাষ্ট্র (র্যাঙ্কিং ১৮)। এদিকে শ্রীলঙ্কা পড়ছে কঠিন গ্রুপে। তাদের সঙ্গী অস্ট্রেলিয়া (র্যাঙ্কিং ২), জিম্বাবুয়ে (র্যাঙ্কিং ১১) ও আয়ারল্যান্ড (র্যাঙ্কিং ১২)- সঙ্গে আছে ওমান (র্যাঙ্কিং ২০)। এটিকে ‘গ্রুপ অব ডেথ’ বলা যেতে পারে। কঠিন গ্রুপে পড়ছে রানার্সআপ দক্ষিণ আফ্রিকাও (র্যাঙ্কিং ৫)। পরের রাউন্ডে উঠতে হলে তাদের নিউজিল্যান্ড (র্যাঙ্কিং ৪) বা আফগানিস্তানের (র্যাঙ্কিং ১০) অন্তত একজনকে হারাতে হতে পারে, টি-২০ ক্রিকেটে যাদের কেউই সহজ প্রতিপক্ষ নয়। এই গ্রুপের অন্য দুই দল সংযুক্ত আরব আমিরাত (র্যাঙ্কিং ১৬) ও কানাডা (র্যাঙ্কিং ১৮)। ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, এরপর থাকবে নামিবিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে লিগ ম্যাচ।

পূর্বনির্ধারিত এক চুক্তি অনুযায়ী, ভারত-পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোয়। বিশ্বকাপে ভারতের অংশের খেলা হবে মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি এবং আহমেদাবাদে। শ্রীলঙ্কায় কলম্বোর দুই আন্তর্জাতিক ভেন্যুর পাশাপাশি ক্যান্ডিও একটি ভেন্যু হিসেবে থাকবে। আহমেদাবাদে ফাইনাল আয়োজনের কথা রয়েছে, যদি না পাকিস্তান ফাইনালে ওঠে। সেমিফাইনাল আয়োজনের তালিকায় মুম্বাই ও কলকাতা রয়েছেÑ কোন দল শেষ চারে উঠবে তার ওপর নির্ভর করবে। পাকিস্তান যদি এত দূর যেতে পারে, তাহলে কলম্বো একটি সেমিফাইনাল ও ফাইনালের তালিকায় রয়েছে। প্রতিটি গ্রুপের প্রথম দুই দল সুপার এইটে উঠবে, যেখান থেকে সেরা চার দল খেলবে সেমিফাইনাল, এরপর হবে ফাইনাল।

রূপালী বাংলাদেশ

Link copied!