গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিয়ে গ্রামে মাইকিং করায় আলোচনায় এসেছেন আব্দুল কুদ্দুস মিয়া। মাইক হাতে রিকশায় চড়ে দেওয়া তার সেই ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বৈরীহরিণমারী গ্রামে মাইকিং করতে শোনা যায় জুমার নামাজের পর ছোট ভাই হাবিজার মিয়ার সঙ্গে পান বরজের পাশে মারামারি হবে।
স্থানীয়ভাবে জানা যায়, আব্দুল কুদ্দুস ও তার ছোট ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েক দফা সালিশ করেও বিষয়টির সমাধান হয়নি।
এই ক্ষোভ থেকেই প্রকাশ্যে মারামারির ঘোষণা দেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত দৃষ্টি আকর্ষণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার (ওসি) জুলফিকার আলি ভুট্টু বলেন, আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে দুই ভাইয়ের মধ্যে সমঝোতা করানো হয়েছে। মাইকিং করে এমন ঘোষণা দেওয়া তার উচিত হয়নি বলে বিষয়টি স্বীকার করেন তিনি।
ঘটনার পর থেকে এলাকায় হাস্যরসের পাশাপাশি আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন