কুমিল্লার লাকসামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আবুল কালামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম বলেন, ‘জাতীয় জীবনে এই দিনটি অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। আগে এ দিনটি সরকারি ছুটির দিন ছিল। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার সেই ছুটি বাতিল করেছে। বিএনপি বাংলাদেশের গণমানুষের আস্থার দল। বিগত সরকার বিএনপির কোনো দিবস বা অনুষ্ঠান প্রকাশ্যে করতে দেয়নি এবং পাঠ্যপুস্তকে শহীদ জিয়ার অবদানের কোনো বিষয় রাখেনি। ৫ আগস্টের পর বর্তমান বিএনপি সংযোগ থেকে সভা ও সেমিনার করে যাচ্ছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ একই সাথে আগামী জাতীয় নির্বাচনে লাকসাম-মনোহরগঞ্জ আসনে ধানের শীষ প্রতীককে নির্বাচিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন: লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, গুম পরিবারের সদস্য রাফসানুল ইসলাম, শাহরিয়ার কবীর রাতুলসহ উপজেলা ও পৌরসভা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন