রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান পরিচালনা করে প্রায় ৫ মন বিষাক্ত তিল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলার নছর উদ্দিন সরদার পাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার একটি টিম রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ মাঠ থেকে রফিকুল ইসলাম বাবু (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি স্থানীয় আব্দুল সাত্তার ফকিরের ছেলে। ওই সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে লাল তিলে বিষাক্ত কালো রং মেশানো অবস্থায় প্রায় ৫ মন তিল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী অভিযুক্ত রফিকুল ইসলাম বাবুকে ২০ হাজার টাকা জরিমানা করে তিল ধ্বংসের নির্দেশ দেন।
আটক রফিকুল ইসলাম স্বীকার করেছেন, তিনি প্রায় ৩ থেকে ৪ মাস ধরে এভাবে তিলে বিষাক্ত রং মিশিয়ে বিক্রি করে আসছেন। প্রতিমন তিল তিনি বাজারে ৩৬০০ টাকায় বিক্রি করতেন। তবে তার দাবি, এই তিল মানুষের খাদ্যের জন্য নয়, পাখির খাবার হিসেবে বিক্রি করতেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তীতে ইউএনওকে জানানো হলে তিনি এসে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও তিল ধ্বংস করেন।
ইউএনও সাথী দাস বলেন, প্রাথমিকভাবে বিষাক্ত তিল জব্দ করে ধ্বংস করা হয়েছে। অভিযুক্তকে সতর্ক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভবিষ্যতে যাতে এমন অনৈতিক কাজ না করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন