ফেনীসহ উত্তরের ১৪ জেলা বন্যা প্লাবিত মানুষদের জরুরি সহায়তার লক্ষ্যে পটুয়াখালী কলাপাড়া পৌর শহর থেকে এক লক্ষ ছয় হাজার দুইশত পঞ্চাশ টাকা প্রেরণ করা হয়েছে। কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে কলাপাড়া পৌরসভার বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সকল শ্রেনী পেশার মানুষের স্বেচ্ছায় অনুদানের মাধ্যমে এ অর্থ তোলা হয়। শনিবার ও রবিবার এই দুইদিন তারা বিভিন্ন জায়গায় ঘুরে অর্থ সংগ্রহ করা শেষে ইসলামী ব্যাংক কলাপাড়া শাখার মাধ্যমে রবিবার আস সুন্নাহ ফাউন্ডেশনে প্রেরণ করে। একইসাথে তারা অর্থ সংগ্রহ কার্যক্রম রবিবার বিকেল ৩টায় সমাপ্ত ঘোষণা করে।
আমরা কলাপাড়াবাসী সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন দেশের কোন দুর্যোগে ঘরে বসে থাকেনি। ইনশাল্লাহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারব। আমরা চেস্টা করে টাকা উত্তোলন করে ব্যাংকের মাধ্যমে আস সুন্নাহ ফাউন্ডেশনে টাকা পাঠিয়েছি।
কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. নাজমুল ইসলাম বলেন, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে পৌর শহরের ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে টাকা তুলে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য আস সুন্নাহ ফাউন্ডেশনে টাকা প্রেরণ করেছি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন