ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫

মহেশপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত-২

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৪:৫৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে রাশেদ শেখ নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রাামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে ওই গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের গোয়াল থেকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় গ্রামের বাসিন্দা তৌহিদুল খাঁ’র সামনে পড়ে। তিনি বাঁধা দিলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। তৌহিদের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে একই গ্রামের বজলু রহমান বটা কসাই, তার ভাতিজা রাজদুল শেখ ও রাশেদ শেখকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যায়।

সকাল ১১ টায় দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।