বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ, ৩৬ ঘণ্টার মধ্যে তার পদত্যাগের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের হেলিকপ্টার ভ্রমণ এবং অন্যান্য দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। এরই মধ্যে বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, ফারুক আহমেদের দুর্নীতি পাপনের তুলনায় ‘শিশুতুল্য’। সম্প্রতি, ফারুক আহমেদের সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্ট কার্ড প্রকাশিত হওয়ার পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো আরও জোরালো হয়েছে।
গত কদিন আগে ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমও ফারুক আহমেদের দুর্নীতির বিভিন্ন দিক তুলে ধরেছেন। এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দৃষ্টি আকর্ষণ করে অভিযোগকারীরা ৩৬ ঘণ্টার মধ্যে ফারুক আহমেদকে বিসিবি সভাপতির পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন।
অন্যথায়, তারা ফারুক আহমেদের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ প্রকাশ্যে আনার হুমকি দিয়েছেন। তারা বলেন, ফারুক আহমেদের দুর্নীতিসংক্রান্ত ভিডিও প্রতিবেদন প্রকাশিত হলে তা বিসিবির জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে।
অভিযোগকারীরা আরও বলেন, তারা দুর্নীতিমুক্ত ক্রিকেট বোর্ড চান এবং ফারুক আহমেদকে ‘মহা-বাটপার’ হিসেবে অভিহিত করেন। তারা অবিলম্বে ফারুক আহমেদের পদত্যাগ দাবি করেন।