শ্রীলঙ্কার মাটিতে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে সিরিজের চতুর্থ ওয়ানডেতে স্বাগতিকদের রীতিমতো উড়িয়ে দিয়েছে। ওপেনার জাওয়াদ আবরারের সেঞ্চুরির ওপর ভর করে যুবা টাইগাররা ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রানের পাহাড় গড়ে তোলে।
এটি বিদেশের মাটিতে ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই তাদের সর্বোচ্চ ওয়ানডে সংগ্রহ ছিল ৩৪০ রান।
আজ (শনিবার, ৩ মে) টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৪৯ রান আসে। কালাম সিদ্দিকী ১৯ রানে আউট হওয়ার পর অধিনায়ক আজিজুল হাকিম তামিম ২৩ রান করে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন।
তবে এরপর জাওয়াদ আবরার এবং রিজান হোসেনের তৃতীয় উইকেট জুটি শ্রীলঙ্কার বোলারদের ওপর ছড়ি ঘোরাতে শুরু করে। এই জুটি ১৩৫ রান যোগ করে বাংলাদেশের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
জাওয়াদ ১১৫ বলে ১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে অনবদ্য ১১৩ রানের ইনিংস খেলেন। অন্যদিকে, রিজান ৭৭ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৮২ রানের ঝড়ো ইনিংস উপহার দেন।
শ্রীলঙ্কার পক্ষে রাসিথ নিমসারা সর্বোচ্চ ৩টি উইকেট নেন। থারুসা নাভদ্য ২টি এবং সানুজা নিন্দুওয়ারা ১টি উইকেট লাভ করেন।