চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। দলের ফরাসি ফরোয়ার্ড ওসমান দেম্বেলে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন।
আর্সেনালের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলের জয়ের ম্যাচে মাঠ ছাড়ার সময় যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, তা সত্যি প্রমাণিত হয়েছে পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকের জন্য।
শুক্রবার লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, দেম্বেলের ডান হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। এর ফলে লিগ ওয়ানে স্ত্রাসবুরের বিপক্ষের ম্যাচে ২৭ বছর বয়সি এই খেলোয়াড়কে পাচ্ছে না পিএসজি। তবে চ্যাম্পিয়নস লিগে আগামী বুধবার আর্সেনালের বিরুদ্ধে ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনো আশা রাখছেন কোচ লুইস এনরিকে।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৩৩ গোল করেছেন এবং ১২টি গোলে সহায়তা করেছেন, যা দলের ৪১টি গোলের সঙ্গে সরাসরি যুক্ত। আর্সেনালের বিপক্ষে শেষ ম্যাচের একমাত্র গোলটিও তারই করা।
ম্যাচের পর পিএসজি কোচ লুইস এনরিকে দেম্বেলের চোটকে ‘খুব সামান্য’ বলে উল্লেখ করেছিলেন। তবে তিনি সতর্ক করে বলেছিলেন যে, দেম্বেলে যদি আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগে অনুপস্থিত থাকেন, তবে তার দল প্রমাণ করবে যে তারা একটি ‘প্রকৃত দল’।
এদিকে, চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত আটটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলতে মরিয়া ফরাসি দলটির জন্য দেম্বেলে নিঃসন্দেহে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
ক্লাব আরও জানিয়েছে যে, ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে ডান পায়ের দ্বিতীয় মেটাটারসালে চোট পেয়েছেন এবং তাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ২৯ বছর বয়সি এই ডিফেন্ডার এ বছর অ্যাকিলিস ইনজুরি থেকে ফিরে পাঁচটি ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন।
অন্যদিকে, ইউসিএল সেমিফাইনালের আগে চোটের ধাক্কা সামলাতে হচ্ছে আর্সেনালকেও। প্রথম লেগে কাই হাভার্টজ, গ্যাব্রিয়েল জেসুস, তাকেহিরো তমিয়াসু ও গ্যাব্রিয়েলকে ছাড়াই মাঠে নেমেছিল দলটি। এ ছাড়াও, তারা পায়নি রিকার্ডো কালাফিওরি এবং জর্জিনহোকেও।