ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

নারী ক্রিকেট

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে জ্যোতিরা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৫, ১২:৩৩ পিএম
বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ধাক্কা খেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসির হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দশে নেমে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। তাদের জায়গা দখল করেছে আয়ারল্যান্ড।

গতকাল (শুক্রবার) প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ আট দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান যথাক্রমে আগের অবস্থানেই রয়েছে। তবে নবম ও দশম স্থানে পরিবর্তন দেখা গেছে। 

বাংলাদেশ নেমে গেছে দশম স্থানে এবং আয়ারল্যান্ড উঠে এসেছে নবম স্থানে।

আইসিসির তথ্য অনুযায়ী, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত ৫০ শতাংশ ম্যাচ এবং এরপরের শতভাগ ম্যাচের ফল বিবেচনায় নেওয়া হয়েছে। 

এই সময়ে বাংলাদেশ ৯টি টি-টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে, যার মধ্যে জিতেছে মাত্র একটিতে (পাকিস্তানের বিপক্ষে)। দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি সিরিজ ড্র করলেও বাকি সাতটিতেই হেরেছে তারা।

এমনকি গত ডিসেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশও হয়েছে বাংলাদেশ।

এরপর জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ দল। এই ধারাবাহিক ব্যর্থতার ফলস্বরূপ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অবনমন হলো তাদের।

এদিকে, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১৫তম স্থানে রয়েছে থাইল্যান্ড, এরপর স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।

১৬তম স্থানে থাকা আরব আমিরাত নতুন করে ওয়ানডে মর্যাদা পাওয়ায় থাইল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগী দেশ হিসেবে এই স্বীকৃতি পেল মধ্যপ্রাচ্যের দেশটি। 

অপরদিকে এর ফলে যুক্তরাষ্ট্র তাদের ওয়ানডে স্ট্যাটাস হারিয়েছে।