ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৫, ০১:১৬ পিএম
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। 

শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে দেওয়ালিয়াবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ‘দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামে আগুন লাগলে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।’

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’