ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

বগুড়ায় মহিলা কলেজে উপবৃত্তির নামে চাঁদা আদায়ের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ১০:৩৪ পিএম

বগুড়ার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামুলক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে কলেজ অধ্যক্ষ আবেদনপত্র গ্রহণ করেনি বলে অভিযোগ করা হয়েছে। 

কলেজের একজন শিক্ষক ও বগুড়ার একটি কলেজের অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে জানান, শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম উপবৃত্তির আবেদনের টাকা নেওয়ার কথা তাদের কাছে স্বীকার করেছেন। উপবৃত্তির আবেদনে টাকা নেওয়ার কোন নিয়ম নেই বলেও জানান দুই শিক্ষক। 

জানা গেছে, উপবৃত্তির জন্য আবেদনের শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর। শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে কলেজের একাদশ শ্রেণীর ১৭৫ জন শিক্ষার্থী আবেদন করে। এরমধ্যে ১৩ থেকে ১৫ জন শিক্ষার্থীর অভিযোগ, কলেজ অধ্যক্ষ প্রত্যেক আবেদনকারী শিক্ষার্থীর কাছ থেকে ২শ' টাকা করে চাঁদা নিয়েছেন। চাঁদা দিতে অস্বীকার করা হলে অধ্যক্ষ আবেদনপত্র গ্রহণ করতে রাজি হননি। শিক্ষাথীরা টাকা দিতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করে। 

যোগাযোগ করা হলে মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেন। উপবৃত্তির আবেদনের জন্য টাকা নেওয়ার নিয়ম আছে কি না জানতে চাইলে তিনি প্রসঙ্গ পাল্টিয়ে অন্য প্রসঙ্গে কথা বলেন। 

কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাশেম ফকির বলেন, আমি মিটিংয়ে ব্যস্ত আছি, পরে কথা হবে।