বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ১২:০৬ এএম

চসিকের সাবেক প্যানেল মেয়রের গোডাউন থেকে বিপুল ব্যান্ডরোল উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ১২:০৬ এএম

চসিকের সাবেক প্যানেল মেয়রের গোডাউন থেকে বিপুল ব্যান্ডরোল উদ্ধার

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরীর হালিশহরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ব্যান্ডরোল উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় হালিশহরের রংগিপাড়া এলাকায় এই অভিযান চালায় চট্টগ্রাম কাস্টমস ভ্যাট গোয়েন্দাদের একটি দল। 

৩ ঘণ্টা অভিযানে কী পরিমাণ ব্যান্ডরোল উদ্ধার হয়েছে সেটা না জানালেও উদ্ধার হওয়া ব্যান্ডরোল, সিগারেট পেপার ও টিপিন পেপার অবৈধ বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

জানা গেছে, পুলিশকে সাথে নিয়ে কাস্টমসের দলটি রমনা আবাসিক এলাকার মসজিদ গলির আল ফরিদ ম্যানসনের নিচ তলার দুটি ঘরে তল্লাশি চালায়। অবৈধভাবে গোডাউন বানিয়ে সেখানে রাখা বিপুল পরিমাণ সিগারেটের ব্যান্ড রোলগুলো জব্দ করে কাস্টমসের ভ্যাট কমিশন টিম। উদ্ধার করা ব্যান্ড রোল ও অন্যান্য সামগ্রী জব্দ করে তিনটি ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থলে থাকা হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, ‘কাষ্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃপক্ষ অভিযানটি চালাচ্ছে। আমরা শুধু তাদেরকে সহযোগিতা করতে এসেছি। বাসাটি সাবেক কাউন্সিলর কিভাবে ভাড়া নিয়েছেন বা কিনা তা বলছে পারছি না। তবে এটি গোডাউন নয়, বরং ভাড়া বাসার মতোই। 

কাস্টস ভ্যাট কমিশনের অতিরিক্ত কমিশনার তাফসির উদ্দিন ভূঁইয়া জানান, জব্দকৃত মালামাল ল্যাব টেস্টে পাঠানোর পর জানা যাবে এসব সিগারেটের ব্যান্ড রোলগুলো আসল কি নকল। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যেহেতু অবৈধ গোডাউনে রাখা হয়েছে, সেহেতু এগুলো নকল। যাচাই-বাছাই শেষে এর সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। 

তিনি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন ও তার ছোট খোকন গোডাউন ভাড়া করে এগুলো এখানে রেখেছেন বলে বাড়ির মালিকের কাছ থেকে জানা গেছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মনিরুজ্জামান জানান, অভিযানে তারা কাস্টমসকে সহয়তা করেছেন। বিপুল পরিমাণ অবৈধ জিনিষ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, নিষিদ্ধ ব্যান্ড রোল আমদানি, নকল সিগারেট বাজারজাত করা, প্যানেল মেয়র হওয়ার জন্য চসিকের অধিকাংশ কাউন্সিলরকে লাখ টাকা দামের আইফোন উপহার দেওয়াসহ নানা অভিযোগ ও বিতর্ক রয়েছে আবদুস সবুর লিটনের বিরুদ্ধে।

রূপালী বাংলাদেশ

Link copied!