বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৪:৪০ পিএম

৩০ লাখ টাকার ক্ষতি

উল্লাপাড়ায় আগুন লেগে ১০টি বাড়ি পুড়ে ছাই

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৪:৪০ পিএম

উল্লাপাড়ায় আগুন লেগে ১০টি বাড়ি পুড়ে ছাই

ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুরের আদর্শগ্রামে আগুন লেগে ১০টি বাড়ি পুড়ে গেছে। এসময় বাড়ির লোকজন ঘর থেকে কোন জিনিসপত্র বের করতে পারেননি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে আগুন লাগার ঘটনা ঘটে।

 প্রায় তিন ঘন্টা ধরে চলা এই আগুনে পরিবারগুলো একেবারে নিঃস্ব হয়ে গেছে। উল্লাপাড়া ফায়ার সার্ভিস, মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে মালা খাতুনের বাড়ি থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পার্শবর্তী নুরাল প্রামানিক, আনজানি খাতুন, রহিমা খাতুন, সবুজ মিয়া, জয়নাল আলী, আব্দুস সাত্তার, খুকি খাতুন ও বালা খাতুনের বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন দ্রুত আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় তারা প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রনে আনে। ঘর পুড়ে যাওয়ার করণে ক্ষতিগ্রস্থ0 পরিবারগুলো কিছুই রক্ষা করতে পারেননি।

ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, অগ্নিকাণ্ডে তাদের সব মিলিয়ে  প্রায় ৩০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। নতুন করে ঘর-বাড়ি নির্মাণ করে দেবার জন্য সরকারের প্রতি আবেদন জানান ক্ষতিগ্রস্থরা।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে। পুড়ে যাওয়া বাড়ি-ঘর নতুন করে তৈরি করে দেওয়ার ব্যাপারে তিনি জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আবেদন পাঠাবেন।

আরবি/ এইচএম

Link copied!