ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের এক অভিযানে বিভিন্ন সড়ক থেকে মাটি বোঝাই ৬টি ড্রাম ট্রাক এবং ড্রাইভার ও সহযোগী মিলিয়ে মোট ৮ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন। এ সময় সদরপুর থানার পুলিশ সদস্যরা তার সাথে ছিলেন।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মোতালেব হোসেন বলেন, উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন