আরব দেশগুলোতে হিজরি ১৪৪৬ সনের পবিত্র রজমানের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার (১ মার্চ) থেকে দেশগুলো পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারাবি নামাজ ও রোজা রাখা শুরু করেছে চাঁদপুরের অর্ধশত গ্রামের বাসিন্দারা।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের পীরজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী। জানান, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন।
তিনি আরও জানান, প্রথমে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া শনিবার রোজা রাখার সিদ্ধান্ত নেয়। পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে আমরা রোজা ও ঈদ পালন করি। পরবর্তীতে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও সৌদি আরবে চাঁদ দেখার খবরটি পুরোপুরি নিশ্চিত হওয়ার কারণে আমরা তারাবি ও রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছি।
হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা আজ থেকে রোজা পালন করছেন বলে জানান ড. বাকী বিল্লাহ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন