ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ময়মনসিংহে বালু তোলা নিয়ে দু‍‍’গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০১:১১ পিএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ গফরগাঁও উপজেলার পাগলা খানা এলাকায় বালু তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে পাগলা থানা এলাকার তললীগ্রামে এই ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান রাকিব ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম রূপালী বাংলাদেশকে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় ইয়াসিন ও ও নিহত মেহেদি হাসান রাকিবের সাথে বালু তোলা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ১০ টার দিকে দুই পক্ষ বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে মেহেদি হাসান রাকিবকে ইয়াসিন গ্রুপের লোকজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ যুবকের নাম জানা যায়নি। 

তবে, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানে হয়েছে।

ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। মনদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।