নেত্রকোনার দুর্গাপুরে র্যাব-১৪ (সিপিএসসি) এর একটি অভিযানে সাড়ে ২৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্লাস্টিক ড্রাম, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি বাটন মোবাইল এবং নগদ অর্থ জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় পাঁচ লাখ ত্রিশ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন-মাদারীপুর সদর উপজেলার পূর্ব শিলারচর গ্রামের মৃত সেকান্দার মাতুব্বরের ছেলে মো. পলাশ মাতুব্বার (৪২), চর লক্ষিপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আবুল কাশেম বারি (৬৯) এবং রাজৈর থানার মোচরকান্দি গ্রামের মো. সালাম শেখের ছেলে রমজান শেখ (৩০)।
রোববার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ র্যাব-১৪ এর মিডিয়া অফিসার কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা গ্রামের দুর্গাপুর-ময়মনসিংহগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদের সামনে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি মেরুন রঙের প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের মাদক কারবারি এরশাদুল হকের (৪৫) বাড়িতে অভিযান চালানো হয়। ঘরের মেঝের নিচে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে আরও সাড়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় এরশাদুল হক পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

-06-04-2025-20250406120611.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন