মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ১২:৪২ এএম

বিচারক আঁচল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ১২:৪২ এএম

বিচারক আঁচল

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল আঁখি। ‘ভুল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক হয়। এরপর ‘জটিল প্রেম’ দিয়ে নজর কাড়েন এবং ‘সুলতানা বিবিয়ানা’র মাধ্যমে প্রশংসিত হন। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা।
একসময় ঢালিউডে বেশ ব্যস্ত সময় পার করলেও এখন বুঝেশুনে কাজ করছেন এই অভিনেত্রী। বিয়ে করে হয়েছেন সংসারী। প্রায়ই স্বামী গায়ক সৈয়দ অমির গানে দেখা মেলে তার। যে গানগুলো এরই মধ্যে দর্শকমহলে শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
সম্প্রতি আঁচল প্রথমবারের মতো বিচারকের দায়িত্ব পালন করেছেন। বিবাহিত ও অবিবাহিত স্থুলকা নারীদের নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘মিস এন্ড মিসেস প্লাস বিউটি রিয়েলিটি শো’ (সিজন-২) এর গালা রাউন্ডে এ দায়িত্ব পালন করেন তিনি।
নতুন পরিচয়ে নাম লেখিয়ে দৈনিক রূপালী বাংলাদেশকে আঁচল বলেন, ‘এটি আমার জন্য একেবারে নতুন এক অভিজ্ঞতা। কিন্তু দায়িত্বটা বেশ উপভোগ করেছি। এমন একটি দায়িত্ব পালন করতে পারায় ভালো লাগছে।’
একটানা সাত বছর সিনেমায় ব্যস্ত থাকলেও এখন আঁচলকে কাজে কম পাওয়া যায়। সে কারণ উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘সিনেমা এখন আগের চেয়ে অনেক কম নির্মাণ হয়। অনেক হল বন্ধ হয়ে গেছে। তাছাড়া আমাদের নিয়ে প্রযোজক ও পরিচালকদের ভাবতে হবে। আমাদের হিরো সংকট রয়েছে। যেহেতু কাজ কম তাই আমাদের ইউটিউব চ্যানেলের জন্য এখন কাজ করছি। তবে ভালো গল্প ও চরিত্র পেলে নতুন সিনেমায় দেখা যাবে। আমি কাজের জন্য মুখিয়ে আছি।’
চিত্রতারকা শাকিব খানের সঙ্গে ‘ফাঁদ: দ্য ট্র্যািপ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছিলেন আঁচল। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করার কথা থাকলেও অজানা কারণে তিনি বাদ পড়েন। এখন শাকিবের সিনেমার নায়িকা কলকাতা কেন্রিথাক। সে প্রসঙ্গ টেনে আঁচল বলেন, ‘আমরা যারা এখন কাজে অফ আছি তাদের নিয়ে শাকিব ভাই ভাবতে পারেন। দেশে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে।’
এই নায়কের প্রশংসা করে তিনি বলেন, ‘শাকিব খানের কারো সঙ্গে তুলনা হয় না। তিনি পরিশ্রম করে আজকের অবস্থানে এসেছেন। তাকে দেখে আমার অনুপ্রেরণা পাই। তার অভিনীত ‘তুফান’ ও ‘বরবাদ’ হলে গিয়ে দেখেছি। দেশে না থাকায় ‘তা-ব’ দেখতে পারিনি। তিনি কাজে অনেক সহযোগিতা করেন। অনেক কিছু তার কাছ থেকে শেখার আছে।’
সম্প্রতি আমেরিকা এক মাস অবকাশ যাপন করে দেশে ফিরেছেন আঁচল। বিদেশ ভ্রমণে তার সঙ্গী ছিলেন স্বামী। তাদের প্রায়ই বিভিন্ন দেশ ভ্রমণে দেখা যায়। তাদের ‘দুই চাক্কার সাইকেল’ গানটি মালয়েশিয়া চিত্রায়ণ হয়েছিল। গানটি প্রকাশ্যে এলে দর্শক পছন্দ করে। ‘মাতাল’ গানের দর্শক ভালোবাসায় নতুন কিছু কাজ করেছিলেন বলে জানান তিনি। সেইসঙ্গে জানালেন স্বামীকে বাসায় ড্যান্স শেখান তিনি।
বর্তমানে আঁচল অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘কর্পোরেট’, ‘চিৎকার’, ‘আয়না’, ‘কাজের ছেলে’, ‘যমজ ভূতের গল্প’, ‘চাঁদনী’ ও ‘এক পশলা বৃষ্টি’ নামের সিনেমাগুলো। অনেক আগেই সিনেমাগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে। কয়েকটি সিনেমা মুক্তির অনুমতিও পেয়েছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!